‘আমার আর ওর বিষয়টা আমরা মিটিয়ে নিয়েছি’, জীতু-দিতিপ্রিয়া বিতর্কে সরব কিঞ্জল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কিঞ্জলের পরিবার আজ খুশির আমেজ। লক্ষ্মীবারে কিঞ্জল পত্নী নম্রতার কোল আলো করে এল লক্ষ্মীছানা। দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল। ফেসবুকে সুখবর লেখেন— কন্যা এসেছে ঘরে।
এর মাঝেই পুরনো একটি ঘটনা আবার সামনে এল। আরজি কর আন্দোলনের সময় জীতু কমল নাকি কিঞ্জল নন্দকে গালিগালাজ করেছিলেন তাঁর ফোন তোলেননি বলে। সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের দুই প্রধান চরিত্রের মধ্যে বিবাদ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নানা অভিযোগে একে অপরকে বিদ্ধ করেছেন জীতু এবং দিতিপ্রিয়া। যদিও তাঁদেরকে ঘিরে বিতর্কের রেশ গত সপ্তাহ থেকেই।
অভিনেত্রী দিতিপ্রিয়া রায় সম্প্রতি ফেসবুকে একটি বিস্ফোরক পোস্টে জীতু কমলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। দিতিপ্রিয়ার দাবি, শুটিংয়ের প্রথম মাসটুকু বাদ দিলে জীতু তাঁর সাথে কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছিলেন। কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাতেন আপত্তিকর মেসেজ। শুধু তাই নয়, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এবং স্বাস্থ্য নিয়েও নাকি তিনি নানা কটু মন্তব্য করতেন। দিতিপ্রিয়া তাঁর পোস্টে লিখেছেন, প্রথমে মজা মনে হলেও পরে এই ঘটনাগুলো তাঁকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছিল। এতদিন চুপ করে থাকলেও এখন তিনি আর অন্যায় সহ্য করবেন না।
অন্যদিকে জীতু কমল এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, দিতিপ্রিয়া অপরিণত এবং শিশুসুলভ আচরণ করছেন। তিনি আরও জানান, তাঁর কাছেও নাকি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আছে, যা তিনি প্রয়োজনে সামনে আনতে পারেন। এই ঘটনা এখন শুধু অভিনয় জগতের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে।
তবে এই প্রসঙ্গে এ বার সরব হয়েছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। তিনি স্পষ্ট জানিয়েছেন, জীতুর সঙ্গে যা হয়েছিল, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তাঁরা নিজেদের মধ্যে সেই বিবাদ মিটিয়েও নিয়েছেন। কিঞ্জল তাঁর পোস্টে জীতুকে একজন ভালো মানুষ এবং ভালো অভিনেতা হিসেবে প্রশংসা করে সবাইকে অনুরোধ করেছেন, এই বিষয়টি নিয়ে আর জল ঘোলা না করতে। তাঁর চেয়ে বরং সবাই মিলে যেন তাঁদের ধারাবাহিকটি উপভোগ করেন।