হুমা কুরেশির ভাইকে নৃশংস খুন! সিসিটিভিতে ধরা পড়ল ভয়াবহ চিত্র
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডে ফের দুর্ঘটনার খবর। নৃশংসভাবে হত্যা করা হয়েছে হুমা কুরেশির তুতো ভাই আসিফ কুরেশিকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, দিল্লির নিজামুদ্দিন এলাকায়। মৃত্যুকালে আসিফের বয়স ছিল ৪২। ঠিক কী হয়েছিল এই দিন?
বৃহস্পতিবার রাতে, এক ব্যক্তি আসিফের বাড়ির সামনে দুই চাকার গাড়ি পার্ক করেছিলেন। আসিফ তা সরিয়ে দিতে বলাতেই শুরু হয় সমস্যা। সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় দু’জনের সঙ্গে। তারপর হাতাহাতি। একটি ধারালো বস্তু দিয়ে আসিফকে আঘাত করেন তাঁরা। দু’জনেরই বয়স ২০র-ও নীচে। জানা যায় এক অভিযুক্তের নাম উজ্জ্বল (১৯) এবং আরেক জন হলে গৌতম (১৮)। আসিফের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় তাঁদের বাড়ি। হাতাহাতির পর প্রথমে এলাকা ছেড়ে চলে যান তাঁরা। তারপর ফিরে এসে আবার হুমকি দিতে থাকেন এবং তখনই ঘটে নৃশংস খুন। সিসিটিভিতেও ধরা পড়েছে ভয়াবহ সেই হাতাহাতির চিত্র। আটক করা হয়েছে দুই অভিযুক্তকে।
ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলে আসিফের বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও খুব বেশি ফলপ্রসূ হয়নি তা। হাসপাতালেই আসিফকে মৃত বলে ঘোষণা করা হয়।
মুরগির মাংসের ব্যবসা রয়েছে আসিফের। পরিবারে রয়েছে তাঁর দুই স্ত্রী। এক স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, “রাত নটা-সাড়ে নটা নাগাদ এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে একটি বাইক রেখে যায়. আমার স্বামী আসিফ, তাঁদের অনুরোধ করে বাইকটি সরিয়ে দিতে। তার পরেই আসিফের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ওরা চলে গেলেও, পরে ফিরে এসে ফের হুমকি দিতে থাকে।” যদিও এই ঘটনার পর এখনও কোনও উত্তর পাওয়া যায়নি হুমা কুরেশির কাছ থেকে।