‘ভালবেসে সিনেমা করতে এসেছি, মামলা-মোকদ্দমা নয়’, আবীরকে নিয়ে বিস্ফোরক অনীক-ফিরদৌসুল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মুক্তির অপেক্ষায় অনীক দত্তের ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। তার আগেই বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দুতে এই ছবি। নেপথ্যে ছবির নায়ক আবীর চট্টোপাধ্যায়। বছর তিনেক আগে পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে একটি চুক্তিকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। একদিকে ‘রক্তবীজ ২’ অন্য দিকে ‘যত কাণ্ড কলকাতাতেই’, পুজোতেই বক্সঅফিসে এই দুই ছবি মুখোমুখি। আর দুটিতেই আবীর। চুক্তি অনুযায়ী পরিচালক জুটির শর্ত, পুজোয় তাঁদের ছবিতে আবীর থাকলে অভিনেতার আর কোনও ছবি একই সঙ্গে মুক্তি পাবে না। মুক্তি পেলেও সেই ছবির প্রচারে আবীর থাকতে পারবেন না। আর সেই কারণেই অনীকের ছবির প্রচারে দেখা মেলেনি আবীরের। এর আগে আডিশনের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছিলেন ছবির পরিচালক অনীক, প্রযোজক ফিরদৌসল হাসান। এ বার বিষয়টি নিয়ে সোমবার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখলেন তাঁরা।
প্রযোজক ফিরদৌসুল হাসানের কথায়, “আবীর না এলে আমার কিছুই করার নেই। আমার কিছু ক্ষতি হবে না। আবীর আসেনি, ইতিহাসে এটাই লেখা থাকবে।” তিনি আরও বলেন, “আমি তো এখানে মামলা-মোকদ্দমা করতে আসেনি। এটা তো আমার কাজ নয়। ভালবেসে ছবি করতে এসেছি। আমি আইনি পদক্ষেপ করিনি।” পাশে বসে থাকা পরিচালক অনীক বলেন, “শিবুর তো ছবি ভাল চলেই। যদিও আমি দেখি না। তার পরেও এরম কেন?”
গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। প্রযোজক বলেন, “গত বছর আবীর আমায় যখন এই বিষয়ে অনুরোধ করেছিল আমি সম্মান জানিয়েছিলাম সেটিকে। কিছু মাস আগে মিটিংয়ে আমি আবীরকে জানিয়েছিলাম যে আর তুমি অনুরোধ কোরো না। আমি ছবিটা মুক্তি পাক, সেটা চাই। আমি তো এত দিন ধরে ছবিটা ধরে রাখতে পারি না। আমি বলেছিলাম শিবুর সঙ্গেও কথা বলে নিতে।”
অনীক বলেন, “আমি আবীরকে বলেছিলাম তুমিই যেন ছবির প্রচারের মূল দায়িত্বটা নাও। হল ভিজিটে আমি যেতে পারব না। সিঁড়ি ভেঙে উঠতে কষ্ট হয়।” এখন প্রশ্ন হল, এত কিছুর পরেও কি আবীরের সঙ্গে কাজ করতে চাইবেন অনীক অথবা ফিরদৌসুল? দু’জনেরই তাতে অবশ্য আপত্তি নেই। প্রযোজক বলেন, “আবীর খুব ভাল অভিনেতা। অবশ্যই কাজ করব।”