ফের গুলি চলল কপিল শর্মার ক্যাফেতে, আগের থেকে আরও জোরদার হামলা! এ বার নিশানায় মুম্বই
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বছর থেকেই হিত্যার হুমকি তাড়া করে বেড়াচ্ছে সলমন খানকে। রেহাই নেই কৌতুকশিল্পী কপিল শর্মারও। এক মাসের ব্যবধানে দু’বার হামলা কপিলের কানাডার ক্যাফেতে। তবে গতবারের তুলনায় হামলা হল আরও জোরদার। এ বার সেখানে চলল ২৫ রাউন্ড গুলি। ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন গোল্ডি ঢিঁলো ও লরেন্স বিশ্নোই। তবে এও জানিয়েছেন, এখানেই কিন্তু থামবেন না তাঁরা।
একদিকে কপিলের নিরাপত্তার কথা নিশ্চিত করতে যেমন উঠেপড়ে লেগেছে পুলিশ। তেমনই অন্য দিকে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে হামলাকারীরা দাবি করছেন, “আমরা টার্গেটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু ওঁর তরফে কোনও সাড়া মেলেনি। এর পরও যদি পদক্ষেপ না নেন। তাহলে পরবর্তী হামালাটা মুম্বইয়ে হবে।”
বিনোদন দুনিয়ায় কাজের পাশাপাশি সদ্যই নতুন ব্যবসায় মন দিয়েছেন কপিল। ক্যাফে খুলেছেন নতুন। যদিও এটির সবকিছুই দেখাশোনা করে থাকেন তাঁর স্ত্রী। কানাডায় অবস্থিত এই ক্যাফেটির নাম ‘ক্যাপস ক্যাফে’। সেখানেই গত জুলাই মাসে হামলা চলেছিল। গত ৯ জুলাই রাত ১টায় লাগাতার গুলিবর্ষণ হয়। হামলার দায় স্বীকার করে নিয়েছিলেন খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিংহ লাড্ডি।
কিন্তু কী কারণে এই আক্রমণ? হরজিৎ সিং লাড্ডি জানিয়েছিলেন, এর কারণ কপিল নিজেই। সম্প্রতি তাঁর কিছু মন্তব্য মোটেই ভাল চোখে নেয়নি দুষ্কৃতীর দল। তাই কৌতুকাভিনেতাকে সাবধান করতেই এমনটা করেছেন তাঁরা। একেই বিশ্নোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান। এর আগে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালারও হত্যার ঘটনার দায় রয়েছে তাঁদের কাঁধে।