মিটল বিবাদ! অভিযোগ ভুলে আবার কি এক হলেন জীতু-দিতিপ্রিয়া?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিগত কিছুদিন ধরেই আলোচনায় জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। নেপথ্যে ধারাবাহিকের নায়ক নায়িকা জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের ‘ভার্চুয়াল’ বিবাদ। প্রশ্ন উঠছিল ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও। যদিও এমনও গুঞ্জন রটেছিল যে বিতর্কের পরেই নাকি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াতে চলেছেন জীতু। যদিও শুক্রবার সকালেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, তিনি চুক্তিবদ্ধ এই ধারাবাহিকের সঙ্গে। তাই মাঝপথে এটি ছেড়ে দেওয়ার কোনও ভাবনাই নেই তাঁর। কিন্তু দিতিপ্রিয়া? বিবাদ মিটিয়ে কি ধারাবাহিকের স্বার্থে এক হবেন তাঁরা? সেই উত্তরই এ বার এল অভিনেত্রীর থেকে।
ঘটনার সূত্রপাত গত ৪ অগাস্ট থেকে। এ দিন সর্বসমক্ষেই সহ-অভিনেতা জীতুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে আসেন দিতিপ্রিয়া। হোয়াটসঅ্যাপে কিছু ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ এনেছিলেন তিনি জীতুর বিরুদ্ধে। পাল্টা কটাক্ষ ছুড়েছিলেন অভিনেতাও। নাম না করেই লিখেছিলেন, ‘ভিকটিম কার্ড’ খেলছেন অভিনেত্রী। প্রায় চার দিন ধরে টানা চলতে থাকে দুই তারকার চাপানউতোর। এমনকি পরিস্থিতি এমনই জটিল হয়ে ওঠে যে অনুরাগীরাও চিন্তায় পড়েন, এ বার কি তবে বিশ বাঁও জলে ‘চিরদিনই তুমি যে আমার’? যদিও সেই সবের আগেই নিজের বড় সিদ্ধান্ত জানালেন দিতিপ্রিয়া।
শুক্রবার সন্ধ্যায় সমাজমাধ্যমে অভিনেত্রী লিখলেন, ‘প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।’ যদিও কোন পথে মিটল এই ‘ভুল বোঝাবুঝি’, তা এখনও অস্পষ্ট।