স্বাধীনতা দিবসেই ‘বর্ডার ২’-এর টিজার! আর্মির পোশাকে ফের কবে পর্দায় দেখা যাবে সানি দেওলকে?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ১৯৯৭ সালের সেই কালজয়ী সিনেমা ‘বর্ডার’। ছবির সিক্যুয়েল নিয়ে দর্শকদের কৌতূহল দীর্ঘদিনের। অবশেষে অপেক্ষার অবসান। নির্মাতারা খুব শীঘ্রই নাকি ঘোষণা করতে চলেছেন ‘বর্ডার ২’-এর মুক্তির চূড়ান্ত দিন। শুধু তাই নয়, আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ছবির টিজারও।

সামনেই স্বাধীনতা দিবস। ‘বর্ডার ২’-এর ঘোষণার জন্য এর চেয়ে ভাল দিন আর কী -বা হতে পারে! তাই টিজার মুক্তির জন্যেও ওই দিনটিকেই নাকি বেছে নিয়েছেন নির্মাতারা। হ্যাঁ, সূত্রের খবর এমনই। মাত্র এক মিনিটের হবে এই টিজার। তাতেই ধরা পড়বে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা ও দেশপ্রেমের সেই আমেজ।

আর্মির পোশাকে সানি দেওলকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তবে এ বারে আরও একঝাঁক তারকা। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোশাঞ্জ, আহান শেট্টি-সহ আরও অনেককেই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং।

আগেই অবশ্য জানা গিয়েছিল, আগামী বছর প্রজাতন্ত্র দিবসের আবহেই মুক্তি পাবে ‘বর্ডার ২’। বলিউডের এক সূত্র বলছেন, “পরিচালক অনুরাগ সিং ঠিক করেছেন আগামী ১৫ অগাস্টই মুক্তি পাবে ছবির টিজার। আর ওই ভিডিয়োতেই সম্ভবত নির্মাতারা ঘোষণা করবেন আগামী বছর প্রজাতন্ত্র দিবসের আবহেই মুক্তি পেতে চলেছে এই ছবি।” শুধু ডিজিটাল মাধ্যম নয়, দেশের জাতীয় মাল্টিপ্লেক্স চেইনগুলির সঙ্গে চুক্তি করে এই ছবির টিজারকে ‘ওয়ার ২’র সঙ্গে যুক্ত করে বড় পর্দায়ও দেখানো হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *