কোহলির জন্য বিশেষ ছাড় বোর্ডের! লন্ডন থেকে অনলাইনে দিলেন ফিটনেস পরীক্ষা!

0

স্পোর্টস ডেস্ক: সবাই এলেন বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানেই চলছে ফিটনেস পরীক্ষা। রোহিত শর্মা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা সেখানেই ফিটনেস টেস্ট দিচ্ছেন। কিন্তু সেখানে দেখা যায়নি বিরাট কোহলিকে। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে বিরাট কোথায়? তিনি কি দেবেন না ফিটনেস টেস্ট? অবশেষে বিরাট কোহলিকে নিয়ে চলা জল্পনার অবসান ঘটল। ইংল্যান্ডে থেকেই নিজের ফিটনেস টেস্ট দিয়েছেন বিরাট। বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম, যিনি বিদেশে থেকে বোর্ডের অধীনে এই পরীক্ষা দিয়েছেন।

যথারীতি সেই টেস্ট উত্তীর্ণও হন তিনি। তবে এরপরই প্রশ্ন উঠেছে, সবার জন্য এক নিয়ম আর বিরাটের জন্য অন্য? বর্তমানে সপরিবারে ব্রিটেনেই থাকেন তারকা ক্রিকেটার। একটি রিপোর্টে বলা হয়েছে, লন্ডনে ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য বোর্ডের থেকে বিশেষ অনুমতি নেন কোহলি। কিন্তু কেন তাঁকে এই বিশেষ ছাড় দেওয়া হল? কেনই বা বিরাটের জন্য ব্যতিক্রম! বোর্ড এতদিন জোর দিয়ে আসছিল, ফিটনেস টেস্ট বাধ্যতামূলক ও অভিন্ন। এখন হঠাৎ ব্যতিক্রম নজির নিয়ে অনেকেই সংশয়ে। ভারতীয় কোচ হয়ে আসার পর গুরুত্বপূর্ণ সমস্ত সিরিজের আগে ইয়ো ইয়ো টেস্ট, ব্রঙ্কো টেস্টের মতো একাধিক ফিটেনস পরীক্ষার পদ্ধতি চালু করেছেন জাতীয় কোচ গৌতম গম্ভীর।

প্রথম দফার পরীক্ষায় খেলোয়াড়দের চোট থেকে সেরে ওঠার শক্তি যাচাই করা হয়। রিপোর্ট অনুযায়ী, বেশিরভাগ ক্রিকেটারই নির্ধারিত তৈরি মান পূরণ করেছেন। যাঁরা প্রথম দফায় অংশ নিতে পারেননি, যেমন ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল, আকাশ দীপ এবং নীতিশ রেড্ডি তাঁরা সেপ্টেম্বরে ফিটনেস টেস্ট দেবেন। প্রথম দফায় যারা পাশ করেছেন তারা হলেন, রোহিত শর্মা, শুভমন গিল, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়,রজত পতিদার, অর্শদীপ সিং সহ মোট ৩০ জনেরও বেশি ক্রিকেটার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *