ঘরের মাঠে মেসির লাস্ট ডান্স! বিশ্বাসই করতে পারছেন না আর্জেন্টাইনরা
স্পোর্টস ডেস্ক: বয়স একদিন সবকিছুই থামিয়ে দেয়। কালের নিয়মই তাই। মেসিকেও বুটজোড়া তুলে রাখতে হবে একদিন। হয়তো ২০২৬ বিশ্বকাপই তাঁর শেষ অভিযান। মানে, আন্তর্জাতিক ফুটবলে মেসিকে দেখা যাবে আরও অন্তত একটা বছর। কিন্তু নিজের জন্মভিটে বুয়েন্স আয়ার্সে হয়তো আর কখনই আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যাবে না লিওনেল মেসিকে। ঘরের মাঠে শেষ ম্যাচটা মেসি খেলে ফেলবেন শুক্রবার ভারতীয় সময় ভোর পাঁচটায়।বুয়েন্ট আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ঘরের মাঠে আর্জেন্টিনার আকাশী নীল-সাদা জার্সিটি পরে ‘লাস্ট ড্যান্স’ দিতে প্রস্তুত লিওনেল মেসি।

আর্জেন্টাইন ফরোয়ার্ড আগেই বলেছিলেন, ‘আমার জন্য এটা অনেক বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। কারণ, এটাই শেষ বাছাইপর্বের ম্যাচ।’ ফলে এই ম্যাচ দেখার জন্য মাঠে মেসির পরিবারের সব সদস্য (বাবা, মা, স্ত্রী, ছেলে, ভাইসব সবাই), ঘনিষ্ট বন্ধুরাও উপস্থিত থাকবেন। মেসির আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিরুদ্ধে। নিজেই জানিয়েছিলেন, নিজেই বলেছেন, ‘ভেনেজুয়েলা ম্যাচের পর আর কোনো প্রীতি ম্যাচ থাকবে কি না, জানি না। তবে ম্যাচটা অনেক বিশেষ। আমার পরিবার থাকবে সেখানে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনদের সামনে উপভোগ করতে চাই। তবে এরপর যে কী হবে, তা জানি না।’ এখনও বাছাইয়ের দুটি ম্যাচ বাকি। এর মধ্যে একটি ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে। অন্যটি, ইকুয়েডরের বিপক্ষে, তাদের মাঠে গিয়ে খেলবে মেসিরা। ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচের পর আগামী বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে মেসিদের আর কোনো ম্যাচ নেই।
তাই ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ দেখতে আবেগে ভাসছেন আর্জেন্টাইনরা। বিশ্বাসই যেন করতে পারছেন না কোচ স্কালোনি। আবেগাপ্লুত স্কালোনি ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে বলেন, ‘লিওনেল মেসি তার দেশের হয়ে শেষবারের মতো নিজের মাটিতে খেলতে নামলে তা হবে এক বিশেষ মুহূর্ত। তবে আমি আশা করছি, এটাই আর্জেন্টাইন সমর্থকদের সামনে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হবে না। আর যদি হয়ও, তবে আমরা অবশ্যই তাকে বিদায় জানানোর জন্য আরেকটি ম্যাচ আয়োজন করব, কারণ সেটা তাঁর প্রাপ্য।’ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও এই ম্যাচের জন্য টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। সাধারণত ১০০ ডলার থেকে শুরু করে ৫০০ ডলার পর্যন্ত রাখা হয়েছে টিকিটের মূল্য।
