মেসিকে নিয়ে দুঃসংবাদ দিলেন স্কালোনি, বিশ্বকাপ কি আদৌ খেলবেন তিনি!

0

স্পোর্টস ডেস্ক:আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ গোলের বড় জয়ে মেসি নিজে করেছেন দুই গোল। আর্জেন্টাইনদের সঙ্গে আবেগে ভেসেছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। সমাজ মাধ্যমে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো লিখেছেন,‘আমি তোমার জন্য গর্বিত। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে, যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ, আমরা তার সাক্ষী। তোমার এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান! আমরা তোমাকে ভালোবাসি মেসি।’

আবেগে ভাসার মুহূর্তেই অবশ্য দুঃসংবাদ দিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। জানিয়ে দিয়েছেন, বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে খেলবেন না তিনি। শুধু ইকুয়েডর হলে কথা ছিল! কিন্তু মেসি নিজেই সংশয় প্রকাশ করেছেন আসন্ন বিশ্বকাপ খেলা নিয়েও। ৯ মাস পরে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। মেসি খেলবেন এটাই সবাই ধরে নিয়েছেন। কিন্তু মেসি নিজেই তা নিয়ে ভাবেননি। ভেনেজুয়েলা ম্যাচ শেষে মেসির কাছে প্রশ্ন এসেছে, ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি না। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি দেখছি।’ এরপরই সংশয় প্রকাশ করে বলেন, ‘একই কথা, যেটা এর আগেও বলেছি বিশ্বকাপ নিয়ে, মনে হয় না আরেকটি খেলতে পারব। কারণ আমার বয়স’।

এরপর নিজেই তাঁর ব্যাখ্যা দিয়েছেন।বলেন, ‘দিন ধরে ধরে এগিয়ে ভালো থাকা এবং নিজের সঙ্গে সৎ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো অনুভব করলে খেলাটা উপভোগ করি। ভালো না লাগলে করি না। তাই ভালো না লাগলে সেখানে বিশ্বকাপে না থাকাটাই আমার পছন্দ। দেখা যাক কী হয়, বিশ্বকাপে খেলা নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।’ মেসি এরপর বলেন, ‘ম্যাচ ধরে ধরে মরসুমটা শেষ করব। এরপর প্রাক্–মরসুম পাব এবং ছয় মাস সময় বাকি থাকবে। দেখা যাক কী হয়। আশা করি ২০২৬ সালের প্রাক্–মরসুমটা ভালো কাটবে ও এমএলএসের মরসুম। তারপর সিদ্ধান্ত নেব।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *