জ্বলছে নেপাল, ভারতে বসেও মাতৃভূমির জন্য মন কাঁদছে মনীষা কৈরালার, কী প্রতিক্রিয়া?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তিনি নেপালের ভূমিকন্যা। রাজনীতির সঙ্গেও সরাসরি সংযোগ মনীষা কৈরালার। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বেশ্বরপ্রসাদ কৈরালার নাতনি অভিনেত্রী। নিজের মাতৃভূমিকে এমন ভাবে জ্বলতে দেখে ভারতে বসেও স্বস্তিতে নেই তিনি।

আন্দোলনের সূত্রপাত নেপালে সরকারি তরফে সমাজমাধ্যম নিষিদ্ধ করে দেওয়ার ঘটনাকে ঘিরে। গত ৪ সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় সব ধরনের সোশাল মিডিয়া। সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারি ভাবে নথিবদ্ধ হয়নি। সাতদিনের ডেডলাইন দিলেও তা মেনে চলেনি ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের একটিও। তাই এই কড়া সিদ্ধান্ত নেয় কাঠমান্ডু সরকার। এমন সিদ্ধান্তেই বেজায় ক্ষেপেছে নেপালের ‘জেন জি’। তার পর থেকেই অশান্ত পরিস্থিতি সেখানে। বন্ধ রাখা হয়েছে সমস্ত ধরণের সামাজিক মাধ্যম। তারপরেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ছবিও প্রকাশ্যে এসেছে। ছাত্র-যুব অভ্যুত্থানের পর বাধ্য হয়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একের পর এক নেতা-মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে জনতা। নেপালের অশান্তিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫, আহত ৬০০-র বেশি।

এমন অগ্নিগর্ভ পরিস্থিতি যেন চোখে দেখা দায়! সম্প্রতি কাঠমান্ডুর রাস্তায় পড়ে থাকা একপাটি রক্তমাখা জুতোর ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘এটা নেপালের ইতিহাসে কালো দিন, যেখানে দুর্নীতির বিরুদ্ধে, ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠ থামাতে পাল্টা বুলেট ছোড়া হয়।’’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *