রবিবার কার্যত লিগের ‘ফাইনাল’! জিতে সুপার সিক্স শুরু ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারের

0

স্পোর্টস ডেস্ক: লাল হলুদ ব্রিগেড রীতিমতো দাপুটে শুরু করল কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে।ইয়ান লয়ের ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে পরাস্ত করল বিনো জর্জের ছেলেরা। গ্যালারিতে ফিরল জয়ধ্বনি, ফিরল স্লোগান। ইস্টবেঙ্গলের হয়ে তিনটি গোল করেন নসিব রহমান, পিভি বিষ্ণু ও ভানলালপেকা গুইতে।বলে রাখা ভাল, চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কলকাতার তিনপ্রধানের একমাত্র প্রতিনিধি লাল হলুদ ব্রিগেডই৷
চোটের কারণে এদিন খেলেননি সৌভিক চক্রবর্তী। কার্ড সমস্যায় ছিলেন না দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায়।

বিনো জর্জের ছেলেরা কিছুটা স্লথ গতিতেই শুরু করে লড়াই। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) আমন সিকের ভাসানো বল থেকে নসিব রহমানের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লাল হলুদ খেলোয়াড়দের অন্য মেজাজে পাওয়া যায়। পিভি বিষ্ণুর গোল ৪৮ মিনিটে, ফ্রিকিক থেকে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তৃতীয় গোলটা আসে পেকা গুইতের কাছ থেকে। ৬৮ মিনিটে গুইতে বক্সের ভেতর ঢুকে ড্রিবিল করে সোজা গোলে শট করেন। ৩-০ গোলে এগিয়ে যায় লাল হলুদ। এরপর অবশ্য আর ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। লাল হলুদের পাশাপাশি কলকাতা লিগের সুপার সিক্সের অপর ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। সুরুচি সংঘকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ডায়মন্ড। আকিব নবাব জোড়া গোল করেন।

পাশাপাশি আরও দুটি গোল করেন শৈবোরলাং খার্পন ও অমরনাথ। গতবারের কলকাতা লিগে প্রথম স্থানের জন্য লড়াই ছিল মূলত ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসির মধ্যে। এবারেও যেন চ্যাম্পিয়নশিপের প্রথম খেলাতেই সেই লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেল। ফলে রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচ লিগের ‘কার্যত’ ফাইনাল। যদিও গতবার কে চ্যাম্পিয়ন তা এখনও জানা যায়নি। তারজন্য ম্যাচে আসা সমর্থকরা ব্যঙ্গ করতেও ছাড়েনি আইএফএকে। বিশাল ব্যানার টাঙানো হয়েছিল গ্যালারিতে। তাতে লেখা, ‘লিগ যায় আর লিগ আসে, গলা ফাটানো মোদের কমে না/ঠুঁটো জগন্নাথ আইএফএ, বিজয়ীর নাম ঘোষণা করে না!’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *