‘কল্কি ২৮৯৮ এডি’ হাতছাড়া তো কী! দীপিকা হাত ধরলেন শাহরুখের, কী প্রতিক্রিয়া স্বামী রণবীরের?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাডুকোণ। সম্প্রতি এমন খবরে মন ভার অনুরাগীদের। কিন্তু তাতে কী? শনিবার মধ্যরাতে অভিনেত্রী পোস্টে মোড় ঘুরল আলোচনার। একের পর এক ছবি হাত ছাড়া হলেও দীপিকাকে এ বার দেখা যাবে শাহরুখ খানের পরবর্তী ‘কিং’ ছবিতে।
সমাজমাধ্যমের পাতায় একটি ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে একটি হাত শক্ত করে ধরে রয়েছেন তিনি। কিন্তু কারও মুখের ঝলক সেখানে না থাকলেও দীপিকার পোস্টের লেখাতেই স্পষ্ট সবটা। শাহরুখের হাত ধরেই ফিরে গেলেন ১৮ বছর আগে। যিনি অভিনেত্রীকে এই ভাবেই হাত ধরে শিখিয়েছিলেন হাঁটতে। তিনি লেখেন, ‘প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ তৈরির সময় ওঁর থেকে প্রথম যে শিক্ষা পেয়েছিলাম, তা হল একটা ছবি তৈরির অভিজ্ঞতা, এবং যাঁদের সঙ্গে সেই ছবি তৈরি হচ্ছে, তা সব সময় সাফল্যের থেকে অনেক বেশি।’
তিনি আরও যোগ করেন, ‘প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখি। সেই কারণেই কি আমরা একসঙ্গে ষষ্ঠ ছবি নিয়ে ফিরছি?” হ্যাশট্যাগে রয়েছে ‘কিং’ ও ‘ডে ওয়ান’। তাতেই বোঝা গেল, শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। পোস্টে মন্তব্য করেছেন স্বামী রণবীর সিংও। দু’জনকে উল্লেখ করেই লেখেন, ‘সেরা দুই বন্ধু।’
