‘দরজা বন্ধ করো, ফোন বন্ধ করো এবং ঘুমিয়ে পড়ো’ বিতর্ক এড়িয়ে ম্যাচে মন সূর্যের
স্পোর্টস ডেস্ক: ইদানীং ভারত-পাক ম্যাচ যতই একপেশে হোক, আলাদা উত্তেজনা আর উন্মাদনা থাকেই। রবিবার আরও একবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ। ওমান ম্যাচের পরই সূর্য জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ নিয়ে আলাদা চাপ নিচ্ছেন না। তাঁর সাফ কথা, ‘নিজের ঘরে দরজা বন্ধ করো, ফোন বন্ধ করো এবং ঘুমিয়ে পড়ো।’ তবে ভারত-পাক ম্যাচ নিয়ে কথা উঠবেই সে’কথা জানেন তিনি। তাই এরপর বলেন, ‘অবশ্যই, এটা সবসময় সম্ভব নয়। আপনি অনেক বন্ধুর সাথে দেখা করেন, বাইরে খেতে যান। আশেপাশের খেলোয়াড়রাও এসব নিয়ে আলোচনা করে। তাই নিজেকে দূরে রাখা খুব কঠিন, কিন্তু এটা আপনার উপর নির্ভর করে। আপনি কী শুনতে চান, আপনার মনে কী রাখতে চান’।
গত রবিবার একই প্রতিপক্ষের বিরুদ্ধে অপরাজিত ৪৭ রান করে দলকে জয় এনে দেওয়া ভারতীয় অধিনায়ক টসে প্রতিপক্ষের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন করেননি। ম্যাচ শেষেও কোনও ভারতীয় ক্রিকেটারই পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের পথে হাঁটেননি। সূত্রের খবর, সুপার ফোরেও এই নীতিতেই খেলতে নামবে ভারত। ফলে, ম্যাচের চেয়ে ম্যাচের বাইরে গনগনে আঁচ থাকবেই মরু শহরে। সতীর্থদের কি পরমার্শ দিয়েছেন জানিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি ছেলেদের পরিষ্কার বলে দিয়েছি—যদি তোমরা এই টুর্নামেন্টে এবং আগামীতেও ভালো করতে চাও, তাহলে আমাদের বাইরের অনেক কিছু থেকেই দূরে থাকতে হবে। আমি বলছি না সব বন্ধ করে দিতে হবে—কিছু জিনিস নেওয়া যায় যেটা ভালো। কেউ একটা ভালো পরামর্শও দিতে পারে, যেটা ম্যাচে ও মাঠে সাহায্য করতে পারে।’
এদিকে ওমানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন অক্ষর প্যাটেল। এই ভারতীয় অলরাউন্ডার মাথায় চোট পেয়েছেন। অক্ষর খেলবেন কিনা তা স্থির হয়নি এখনও। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি মনে করি টুর্নামেন্টের আগে আমাদের প্রস্তুতি সত্যিই ভাল হয়েছে এবং আমরা তিনটি ভাল ম্যাচ খেলেছি। তাই আমরা আসলে কী করতে পারি তার উপরই মনোযোগ দিচ্ছি।’
