ঝুলিতে সাড়ে তিনশোর বেশি সিনেমা, দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন দক্ষিণী তারকা মোহনলাল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দক্ষিণী মেগাস্টার তিনি। কাজ করেছেন হিন্দি ছবির জগতেও। ঝুলিতে সাড়ে তিনশোর বেশি সিনেমা। ভারতীয় সিনেজগতে অনবদ্য অবদানের জন্য এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মালয়ালম মেগাস্টার মোহনলাল। শনিবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে ঘোষিত হল।
২৩ সেপ্টেম্বর ৭১তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে মোহনলালকে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হবে। উচ্ছ্বসিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। বিগত কয়েক দশক ধরে নিজের কাজের মাধ্যমে দর্শককে সমৃদ্ধ করেছেন। মালায়ালাম সিনেমার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন। কেরালার সংস্কৃতির প্রতিও তাঁর গভীর অনুরাগ। বিভিন্ন মাধ্যমে তাঁর এই অভিনয় প্রতিভা সত্যিই অনুপ্রেরণা জোগায়।’
