মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায়

0

ট্রেন্ডিং: পুজো শুধু শহরে নয়, জেলায় জেলায় শুরু হয়ে গেছে উদ্বোধন। উত্সবমুখর পরিবেশ সর্বত্র। বৃষ্টি বাধা কাটিয়ে ফের ঝলমলে হয়ে ওঠার চেষ্টা সর্বত্র। এবার জেলায় এবার আকর্ষণের কেন্দ্রে সৌরভ গাঙ্গুলীর পূজো। হ্যাঁ, ঠিকই, নিজের পাড়ার মপুজোর বাইরে, মধ্যমমগ্রামের এক পুজোয় এবার চিফ পেট্রোন হয়েছেন সিএবির সদ্য দ্বিতীয়বারের জন্য সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আর সেই পুজোর উদ্বোধনে বৃহস্পতিবার বিকেলে উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে হাজির বাংলার মহারাজ। এদিন থেকেই মন্ডপ খুলে দেওয়া হল দর্শনার্থীদের জন্য। এদিন জমকালো অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজোর উদ্বোধন করেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও পদ্মশ্রী প্রাপ্ত সৌরভ গাঙ্গুলী। এবছর এই পুজো পরিচিতি পেয়েছে ‘সৌরভ গাঙ্গুলীর পুজো’ নামেই। সকাল থেকেই মণ্ডপ চত্বরে উপচে পড়া ভিড় চোখে পড়ে প্রাক্তন এই ভারতীয় অধিনায়ককে একঝলক দেখতে। দাদাকে এক নজর দেখার জন্য মণ্ডপের চারপাশে ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের। এবারের থিম ‘কোমল গান্ধার’, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে শৈল্পিক উপস্থাপনায়।

প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ সূচনা করেন সৌরভ গাঙ্গুলী। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পুরপ্রধান নিমাই ঘোষ, উপপুরপ্রধান প্রকাশ রাহা সহ বিশিষ্ট জনেরা। উদ্বোধনের পর উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি সকলের মঙ্গল কামনা করেন। তবে তাঁকে ঘিরে দর্শনার্থীদের উন্মাদনা ছিল তুঙ্গে। সৌরভের নাম জড়িয়ে থাকায় এবছর এই পুজোকে ঘিরে জেলাজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরভ গাঙ্গুলী এবারের পুজোর প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত থাকায় অনুষ্ঠানকে কেন্দ্র করে আলাদা মাত্রা যোগ হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed