মৃত্যুর দু’সপ্তাহ পার, হঠাৎ অনুরাগীকে দেখা দিলেন শেফালি! ফ্যানের দাবি ঘিরে চাঞ্চল্য
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ। হঠাৎই তিনি নাকি ‘দেখা’ দিলেন! না, সশরীরে নয়, বরং স্বপ্নে প্রয়াত অভিনেত্রী শেফালি জরিওয়ালাকে দেখতে পেলেন এক অনুরাগী। সম্প্রতি এমনই দাবি করেছেন একজন। একটি রিল ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রীকে স্বপ্নে দেখার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। অনুরাগীকে কী বার্তা দিলেন তিনি?
গত ২৮ জুন মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেফালি। তার পর থেকেই এই মুহুর্তে বহুল আলোচ্য বিষয় তিনিই। বলিউডের ‘কাঁটা লাগা’ গার্ল তিনি। তবে অভিনেত্রীর মৃত্যুকে ঘিরে জলঘোলাও কম হয়নি। স্ত্রীয়ের মৃত্যুর পর শোকে কাতর স্বামী প্রয়াগ ত্যাগী। অভিনেত্রীকে হারানোর দুঃখ কাটিয়ে উঠতে পারেননি তাঁর অনুরাগীরাও। তাইতো এ বার তাঁকে স্বপ্নেও দেখলেন এক ‘ফ্যান’।
সেই ভক্ত বলেন, “শেফালী আমার স্বপ্নে এসেছিল। আমাকে বলেছেন, বাড়িতে গণেশ পুজো করার কথা।” তাঁর এমন বক্তব্য প্রকাশ্যে আসার পরেই ছড়িয়ে চাঞ্চল্য। সত্যিই কি এমনটা ঘটেছে? নাকি সবটাই প্রচারের আলোয় থাকার চেষ্টা? সেই অনুরাগী বলেন, “কারও দৃষ্টি আকর্ষণ করার জন্য বলিনি। আমি অনুরোধ করব সকলকে খারাপ মন্তব্য করার আগে আমার পুরো ভিডিয়োটা একবার দেখতে। বেশ কিছুদিন ধরেই শেফালির মৃত্যু নিয়ে অনেককিছু আলোচনা করেছি। সেই কারণেই হয়তো স্বপ্নেও অভিনেত্রীকে দেখতে পেয়েছি। আমি জানি না, এর নেপথ্যে কারণ কী। সত্যি বলতে, আমি এই সবে বিশ্বাসও করি না।”
ভাইরাল এই অনুরাগী নিজে একজন কন্টেট ক্রিয়েটর। ভিডিয়ো বার্তায় তিনি আরও বলেন, “শেফালি চান, বড় করে গণেশ পুজো হোক। বাপ্পাকে ঘরে আনতে চান অভিনেত্রী। আমার মনে হয়, এই বার্তাটা ওঁর স্বামী পরাগের কাছে পৌঁছে দেওয়াটা খুব জরুরি। কারণ এটাই শেফালির ইচ্ছে। আমার স্বপ্নে এসে বলে গিয়েছেন তিনি। যদি আমার কথা বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে ভাল। না হলেও অসুবিধা নেই। কারও মৃত্যুকে ঘিরে ভিউ কুড়োতে আমি চাই না।”