জোর করে ঘরে ঢুকে পড়লেন অচেনা যুবতী! সলমনের পর এ বার নিশানায় আদিত্য রায় কাপুর?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রিয় তারকাদের সঙ্গে কে না দেখা করতে চান! তাঁদের সঙ্গে একবার করমর্দন, একটা নিজস্বী গ্রহণ, এই সবকিছুরই আবদার করে থাকেন অনুরাগীরা। কিন্তু তাই বলে জোর করে সোজা বাড়িতে ঢুকে যাওয়া! ভক্তদের এই বাড়াবাড়ি রকমের ভালবাসার জেরে অনেক সময়ে সমস্যায় পড়তে হয় তারকাদেরও।

তবে এমন নতুন কোনও ঘটনা নয়। একের পর এক তারকার বাড়িতে ‘ভক্ত’দের অবাঞ্ছিত অনুপ্রবেশ যেন বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে উদ্বেগও। এর আগে নিশানায় ছিলেন সলমন খান। এ বার আদিত্য রায় কাপুরের বাড়িতে জোর করে ঢুকে পড়লেন এক অজ্ঞাতপরিচয় যুবতী। নিজেকে অভিনেতার ‘একনিষ্ঠ ভক্ত’ বলে দাবি করেছেন তিনি। এমনকি অভিনেতার বাড়ি থেকে বেরোতেই চাইছিলেন না তিনি।

সোমবার রাতে আদিত্যের অনুপস্থিতিতে দুবাই থেকে এক মহিলা তাঁর বান্দ্রার বাড়িতে আসেন। জোর করে ধাক্কা দিয়ে দরজা খোলান তিনি। পরিচারিকা সঙ্গীতা পওয়ার দরজা খোলেন। ওই যুবতী তাঁকে জানান, আদিত্যকে ফুল আর উপহার দিতে এসেছেন তিনি। এমনকি সঙ্গীতাকে মিথ্যে কথা বলে ওই যুবতী দাবি করেন, আদিত্যের সঙ্গে কথা বলে তাঁকে সবটা জানিয়েই এসেছেন তিনি। পুরো ঘটনার জানার পর দেখার করতে চান না অভিনেতা নিজেও। কিন্তু সেই যুবতী নাছোড়বান্দা! এর পরেই আদিত্যের ম্যানেজার ফোন করেন থানায়। পুলিশ আটক করে ওই মহিলাকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *