‘রাস’ প্রিমিয়ার নাইটে Aadition-এর ফ্যাশন মিটার: কার সাজে কতটা সাবেকিয়ানা? দেখে নিন!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডে নতুন ফ্যাশন ট্রেন্ড এলেই ভক্তরা তা অনুকরণ করেন, টলিউডও এর ব্যতিক্রম নয়, তাই প্রিমিয়ার-এ কোন তারকা কী পরবেন সেই দিকেও নজর থাকে সবার।এবার ‘রাস’-এর হাত ধরে রেড কার্পেটে ফিরল সাবেকিয়ানা, ধুতি, শাড়ি, আর হারিয়ে যাওয়া যৌথ পরিবার-বাংলা সংস্কৃতির গন্ধ। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাস: হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প’ ছবির প্রিমিয়ার আর এই সন্ধ্যাতেই দেখা গেল শিকড়ে ফেরার স্টাইল স্টেটমেন্ট।

বিক্রম চট্টোপাধ্যায়, ছবির ‘সোমনাথ’, পরেছিলেন শার্ট আর শাড়ি দিয়ে তৈরি ধুতি। “এই স্টাইলটা আমি প্রথম পরি ২০১৬ সালে, সুচিস্মিতা দাশগুপ্তের হাত ধরে,” বললেন বিক্রম। “একটা শাড়ি দিয়ে ধুতি বানিয়ে পরাটা এত কমফর্টেবল, আবার বাঙালিয়ানায় ভরপুর! ট্রেন্ড হলে খুব খুশি হব।” Aadition-এর ফ্যাশন মিটারে বিক্রম পেলেন ১০/১০।

দেবলীনা কুমার, ছবির ‘রাই’, নজর কাড়লেন ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট শাড়িতে, সঙ্গে গোল্ডেন জুয়েলারি ও খোঁপায় জিপসি ফুল। হেসে বললেন, “আমার ফটোগ্রাফার অর্ঘ একটা ফুলের তোড়া এনেছিল, সেখান থেকেই কয়েকটা জিপসি ফুল উঠে গেল খোঁপায়!।”Aadition-এর ফ্যাশন মিটারে দেবলীনা পেলেন ৯/১০।

পরিচালক তথাগত মুখোপাধ্যায় এলেন বাবার অনুপ্রেরণায় সাদা ফতুয়া-ধুতিতে। হেসে বললেন, “বাবার রোজকার পোশাক, বরাবরই বাবাকে এইরকম ফতুয়া-ধুতিতেই দেখে বড় হয়ে ওঠা, আমিও পরে এলাম। ‘রাস’ আসলে আমাদের বাবাদের ছোটবেলার গল্পও।”Aadition-এর ফ্যাশন মিটারে তথাগত পেলেন ৮.৫/১০।
আলোকবর্ষা বসু-র পরনে ছিল কালো-সাদা সাবেকি শাড়ি। বললেন, “এই শাড়িটা তথাগতর পছন্দ। মা-বাবা বা আমার সঙ্গীর যেসব পোশাক পড়তে ভালবাসে , সেই ভেবেই আমাদের সাজ।” Aadition-এর ফ্যাশন মিটারে আলোকবর্ষা পেলেন ৮.৫/১০।

রনজয় বিষ্ণু যথারীতি ধুতি-পাঞ্জাবিতে, বললেন, “এইরকম ট্র্যাডিশনাল জামাকাপড় পরতে দারুণ লাগে। এখনকার ব্যস্ত জীবনে এগুলো হারিয়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত নয়।” Aadition-এর ফ্যাশন মিটারে রনজয় পেলেন ৮.৫/১০

পারিজাত চৌধুরী মা’র শাড়ি আর গয়নায় ছিলেন নজরকাড়া। “আমি বরাবরই শাড়ি পরতে ভালোবাসি,” জানালেন তিনি।Aadition-এর ফ্যাশন মিটারে পারিজাত পেলেন ৮/১০
Aadition-এর ফ্যাশন মিটারে এইভাবেই উঠে এলো ‘রাস’ প্রিমিয়ার-এর স্টাইল স্টেটমেন্ট। ‘রাস’ শুধু গল্প নয়, স্টাইলেও বাংলা সংস্কৃতির এক আন্তরিক পুনর্জন্ম।