ভারতের পতাকা ও জাতীয় সঙ্গীত বাদ দিয়েই মুক্তি পাবে ছবি! পাকিস্তানকে যোগ্য ‘জবাব’ আমিরের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পাকিস্তানে ছবি মুক্তি পাবে, তবে শর্তও রয়েছে এর। সরিয়ে ফেলতে হবে ভারতের পতাকা ও জাতীয় সঙ্গীত। ৯ বছর আগে ‘দঙ্গল’ ছবি মুক্তির আগে এমনই শর্ত দেওয়া হয়েছিল আমির খানকে। পরিবর্তে প্রতিবেশী দেখতে যোগ্য ‘জবাব’ দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সম্প্রতি এক সাক্ষাৎকারে সবটাই জানালেন তিনি।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল আমিরের ছবি ‘দঙ্গল’। কুস্তিগির মহাবীর সিংহ ফোগট ও তাঁর পরিবারকে নিয়ে তৈরি এই ছবি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। তবে ভারতে বক্সঅফিস সফল হলেও পাকিস্তানে মুক্তি পায়নি এই ছবি। গীতা ফোগটের ম্যাচ জেতার মুহূর্তে ভারতের পতাকা ও জাতীয় সঙ্গীতের ব্যবহার করা হয়েছিল ছবিতে। এই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে আমি বলেন, “ডিজনি আমাদের ছবি ‘দঙ্গল’-এর প্রযোজনা করেছিল। তখন পাকিস্তানের সেন্সর বোর্ড থেকে বলা হয়েছিল, ছবি থেকে বাদ দিতে হবে ভারতের পতাকা এবং ভারতের জাতীয় সঙ্গীত।”

শর্ত দেওয়া হয়েছিল, বাদ না দিলে পাকিস্তানে এই ছবি মুক্তি পাবে না। তবে জবাবে কী বলেছিলেন জানেন অভিনেতা? আমির বলেন, “এ কথা শোনার সঙ্গে সঙ্গেই আমি বলেছিলাম, কোনও দরকার নেই। আমাদের ছবি পাকিস্তানে মুক্তি পাবে না। দ্বিতীয় বার এই নিয়ে ভাবিনি আমি। আমায় ভয় দেখানো হয়েছিল ব্যবসায় প্রভাব পড়তে পারে বলে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিই, ভারতের পতাকা ও জাতীয় সঙ্গীত বাদ দিতে বললে আমার কিছু করার নেই। পাকিস্তানে ছবি মুক্তি নিয়ে আমার কোনও আগ্রহ নেই।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *