আইসিসির থেকে জোড়া পুরস্কার! দাপট দেখিয়েই ভারতের গৌরব বাড়ালেন অভিষেক- স্মৃতি

0




ক্রিকেট মানেই দাপট ভারতের। আইসিসির থেকে এক মাসে একটা নয়, জোড়া পুরস্কার পেল ভারত। চলতি বছরে সেপ্টেম্বর মাসের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং ভারতীয় পুরুষ দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা।
এশিয়া কাপ টি২০তে ২০০ স্ট্রাইক রেট ও ৪৪.৮৫ গড়ে অভিষেক শর্মা করেছিলেন সর্বোচ্চ ৩১৪ রান। টুর্নামেন্টের সবচেয়ে বেশি চার ও ছক্কাও তাঁর। জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কারও। তাই এই লড়াইয়ে বাকিরা তাঁর ধারেকাছেও ছিল না।মাসসেরার লড়াইয়ে অভিষেক পেছনে ফেলেছেন সতীর্থ কুলদীপ যাদব ও জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটকে। এশিয়া কাপে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছিলেন কুলদীপ। আর বেনেট গত মাসে ৯টি টি২০ ম্যাচ খেলে ১৬৫.৬৬ স্ট্রাইক রেটে ও ৫৫.২২ গড়ে করেছিলেন ৪৯৭ রান। হলে হবে কী! অভিষেক এশিয়া কাপের সময়ে রেকর্ড ৯৩১ রেটিং পয়েন্ট তোলেন। ছাড়িয়ে যান ২০২০ সালে ইংল্যান্ডের ডেভিড মালানের তোলা ৯১৯ রেটিং পয়েন্ট। এই পুরস্কার পেয়ে ভারতীয় টি২০ ওপেনার বলেন, ‘আইসিসির এই সম্মান পেয়ে দারুণ লাগছে। কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচে আমি দলকে জিততে সাহায্য করেছি, সেই পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পেয়েছি বলে আরও বেশি খুশি’।
অন্যদিকে মান্ধানা এ নিয়ে দ্বিতীয়বারের মতো মাসসেরা মহিলা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন। প্রথমবার তিনি এই পুরস্কার জিতেছিলেন গত বছরের জুনে। মাসসেরার লড়াইয়ে এবার তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের সিদরা আমিন ও দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে একের পর এক ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন তিনি। ৫৮, ১১৭, ১২৫! সেপ্টেম্বর মাসে মোট চারটি ওয়ানডেতে তাঁর সংগ্রহ ৩০৮ রান, গড় ৭৭ এবং স্ট্রাইক রেট ১৩৫.৬৮। পুরস্কার জয়ের পর স্মৃতি বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য বিরাট সম্মানের। এটা আমার আত্মবিশ্বাস বাড়ায়, এবং দলগত প্রচেষ্টারই প্রতিফলন। আমি চাই আরও উন্নতি করতে, যাতে দলের জয়ে অবদান রাখতে পারি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *