শাহরুখের ছবির শুটিং করতে গিয়ে গুরুতর জখম তরুণ অভিনেতা, সেটের মধ্যেই ঘটে গেল বিপত্তি!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বহু আগে থেকেই আলোচনায় রয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। তবে কাজ শুরু হতেই ঘটল বিপত্তি! জানা যাচ্ছে, অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে গুরুতর জখম রাঘব জুয়াল। অভিনয়ের পাশাপাশি বরাবরই দর্শকমহলে প্রশংসিত তাঁর নাচের ভঙ্গিমা। সেই পায়েতেই চোট পেলেন তিনি। তাও আবার যে পায়ের হাঁটুতে অতীতে অস্ত্রোপচার হয়েছিল, সেই পায়েই দ্বিতীয় বার আঘাত পেয়েছেন রাঘব।

শুটিং ফ্লোরেই উপস্থিত ছিলেন চিকিৎসকের একটি দল। স্বস্তির বিষয় হল, আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই রাঘবের শুশ্রূষা শুরু করে দেন তাঁরা। যদিও আঘাত পেয়েও শুটিং বন্ধ করেননি অভিনেতা। ওই অবস্থাতেই একের পর এক অ্যাকশন দৃশ্যের শট দেন তিনি। এর আগে ‘কিল’ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সেখানেও নাকি অ্যাকশন দৃশ্যের শুটিংয় করেছেন শরীরে চোট নিয়েই।
২০২৩ সাল থেকেই চর্চা শুরু হয়েছে শাহরুখের কিং ছবিটিকে ঘিরে। আকর্ষণের আরও একটি বিষয় হল, ছবিতে নিজের কন্যা সুহানা খানের সঙ্গেই জুটি বাঁধবেন বাদশা। তা ছাড়াও ছবি জুড়ে নজরকাড়া কাস্টিং। রয়েছেন অনিল কপুর থেকে শুরু করে অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন-সহ বলিউডের তাবড় তারকারা। তাঁদের সঙ্গেই পুরোদস্তুর অ্যাকশনের মেজাজে ধরা দেবেন রাঘব।