‘কালো হরিণ চোখ’-এর সঙ্গে মৃদু হাসি, আরাত্রিকার মধ্যেই কি ‘মহানায়িকা’কে খুঁজে পেলেন অনুরাগীরা!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কাজল কালো চোখের অপলক চাহনি। ঠোঁটের কোণে লেগে মৃদু হাসি। ক্যাপশনে রবিঠাকুরের সেই কালজয়ী ‘কৃষ্ণকলি’ কবিতার দুই লাইন, ‘ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে…’ ব্যস, তাতেই যেন ঝড় তুললেন আরাত্রিকা মাইতি। ইন্টারনেটে তো বটেই, এমনকি অনুরাগীদের মনেও। একেবারে ছাপোষা গ্রাম্য মেয়ের সাজ। তাঁর দীর্ঘকেশি, কাজল নয়না রূপের মধ্যেই যেন অনুরাগীরা খুঁজে পেলেন মহানায়িকা সুচিত্রা সেনকে।

তিনি প্রয়াত হয়েছেন আজ প্রায় ১১ বছর। কিন্তু তিনি আজও জীবন্ত। আজও শাশ্বত। তাঁর বাঁকা ঠোঁটের হাসি এবং চোখের তীক্ষ্ণ চাহনি আজও ঘুম কেড়ে নিতে পারে। আরাত্রিকার ছবির মধ্যেও যেন একই আঁচ খুঁজে পেলেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘মেয়েটির সঙ্গে মহানায়িকার অদ্ভুদ মিল খুঁজে পাই।’, আবার কেউ সহমত পোষণ করে লেখেন, ‘হঠাৎ দেখলে মহানায়িকার মতোই লাগছে।’

যদিও এই প্রথম নয়, এর আগেও আরাত্রিকার একটি ছবি ফিরিয়ে এনেছিল সুচিত্রা সেনের স্মৃতিকে। সামান্য একটি নিজস্বী পোস্ট করেছিলেন তিনি। নেটমাধ্যমে ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ অনুরাগীদের। এ যেন অবিকল মহানায়িকা! আরাত্রিকার মুখের ঢঙও একেবারে তাঁর মতোই লাগছিল বটে। এমনটাই মনে করেছিলেন নেটিজেনরা। যদিও এই বিষয়টিকে নিয়ে সরাসরি কোনও মন্তব্য রাখেননি আরাত্রিকা।