শয্যাশায়ী সুরভীন চাওলা, শরীরে গুরুতর চোট! বন্ধ রাখতে হল কাজ
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস: এ ফ্যামিলি ম্যাটার’। সেই সিরিজকে ঘিরেই বেশ ব্যস্ততায় কাটছে অভিনেত্রীর দিন। এর মাঝেই বিপত্তি! হঠাৎ গুরুতর চোট পেলেন সুরভীন চাওলা। কী হয়েছে অভিনেত্রীর?
‘ক্রিমিনাল জাস্টিস’ সিরিজটির মাত্র তিনটি এপিসোড মুক্তি পেয়েছে। বাকিগুলি এখনও বাকি। যার ফলে প্রচার কাজও বাকি অনেকটাই। অন্য দিকে, ‘রানা নাইডু’ সিরিজেরও দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। সেখানেও রয়েছেন সুরভীন। জানা যাচ্ছে, পিঠে গুরুতর চোট পেয়েছেন তিনি। যার ফলে এই মুহূর্তে সবকরম প্রচারের কাজই বন্ধই রাখতে হবে তাঁকে। আপাতত অভিনেত্রীকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
কিন্তু কী ভাবে চোট পেলেন তিনি? সেই নিয়ে অবশ্য কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি অভিনেত্রীর সহকারী দল।