জুবিনের শেষযাত্রায় গুয়াহাটির পথে জনসমুদ্র! ‘এই দৃশ্য বিরল’, লিখলেন আদিল হুসেন

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত ১৯ সেপ্টেম্বর থেকে মুখ ভার সঙ্গীতমহল তথা গোটা বিনোদন দুনিয়ার। মাত্র ৫২ বছর বয়সেই চলে গিয়েছেন জুবিন গর্গ।  সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়ে সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়েই প্রাণ গিয়েছে গায়কের। সম্প্রতি কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন তিনি। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামলেন রবিবার। এ যেন জনসমুদ্র। কেবল একজন মানুষের জন্য এই জনতার ঢল।

অভিনেতা আদিল হুসেন সমাজমাধ্যমে লিখলেন, ‘অবিশ্বাস্য! এ বিরল দৃশ্য।’ তিনি লেখেন, ‘অগুন্তি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। এই প্রজন্মে এমন অনেক কমই নজির রয়েছে। শিল্প মানুষকে বদলে দিতে পারে। সমাজকে বদলে দিতে পারে। সকলেই কাঁদছেন, দুঃখ প্রকাশ করছেন। আমি নিরাবতাকেই আশ্রয় করলাম।’

জনতার ঢল দেখে এই পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানা গিয়েছেন রবিবার অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে না গায়কের। সমাজমাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, “শেষ বারের জন্য বহু মানুষ আমাদের প্রিয় জ়ুবিনকে দেখতে চাইছেন। আমরা এই আবেগ গভীর ভাবে অনুভব করতে পারছি। সেই কারণেই ভোগেশ্বর বরুয়া স্টেডিয়াম আজ রাতে খোলা থাকবে। জ়ুবিনকে নির্বিঘ্নে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন সবাই। আগামী কালও জ়ুবিনের দেহ রাখা থাকবে সরুসজাই স্টেডিয়ামে, যাতে মানুষ শ্রদ্ধা জানাতে পারেন।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed