কঠিন চ্যালেঞ্জ! এএফসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে শক্তিশালীদের গ্রুপে লাল হলুদের মেয়েরা
স্পোর্টস ডেস্ক: প্রথমবার মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছে ইতিহাস গড়েছে লাল হলুদের মেয়েরা। সামনে আরও কঠিন লড়াই। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এএফসি হাউসে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ড্র প্রকাশ হয়েছে। যেখানে গ্রুপ বি-তে শক্তিশালী প্রতিপক্ষদের সামনে পড়েছে ইস্টবেঙ্গল। এর মধ্যে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্স দলও। এই গ্রুপে রয়েছে আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন উহান জিয়াংদা ডব্লিউএফসি (চিন), বাম খাতুন এফসি (ইরান) এবং পিএফসি নাসাফ (উজবেকিস্তান)। ইরানের বাম খাতুন গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট।
পাশাপাশি গ্রুপের অপর দল পিএফসি নাসাফ উজবেকিস্তানের মহিলা লিগের ১৬ বারের চ্যাম্পিয়ন। ধারে ভারে তিনটি দলই এগিয়ে ইস্টবেঙ্গলের চেয়ে। তাই কঠিন লড়াই এখন সুইটি দেবী, সৌম্যা গুগুলথদের সামনে।এডব্লিউসিএল গ্রুপ বি-এর ম্যাচগুলি ১৭ নভেম্বর ২০২৫ থেকে ২৩ নভেম্বর ২০২৫-এর মধ্যে চিনের উহানে অনুষ্ঠিত হবে। তিনটি গ্রুপের বিজয়ী, তিনটি গ্রুপ রানার্সআপ এবং দু’টি সেরা তৃতীয় স্থান অধিকারী দল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠবে। গত বছর ভারতসেরা হয়েছিল ইস্টবেঙ্গল। সাফল্য ধরে রাখতে এ বছর আরও শক্তিশালী মহিলা দল তৈরি করেন লাল হলুদ কর্তারা। এ বার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে। সেখানে প্রথম ম্যাচে নমপেন ক্রাউনের বিরুদ্ধে ১-০ জেতার পর, কিচি এফসি’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে গ্রুপ শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের টিকিট নিশ্চিত করে ইস্টবেঙ্গল।
এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগ এশিয়ার সেরা ক্লাবগুলো অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের অংশগ্রহণ শুধু ক্লাবের জন্য নয়, ভারতের মহিলা ফুটবলের জন্যও এক বিশাল অর্জন। এই প্রতিযোগিতায় খেলতে পারা মানে আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা সঞ্চয় এবং ভারতীয় ফুটবলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। লাল হলুদের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ বলেছেন, ‘আমাদের একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এই গ্রুপে যে দলগুলি রয়েছে, প্রত্যেকেই উচ্চ মানসম্পন্ন। আমরা পুরোপুরি সচেতন যে, সামনের চ্যালেঞ্জটি সহজ হবে না’।