পাকিস্তানের বিমান হামলায় ৩ আফগান ক্রিকেটারের মৃত্যু! ধিক্কার রশিদ-নবিদের

ফের পাকিস্তান উত্তপ্ত। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত। এই মর্মান্তিক ঘটনায় আফগানিস্তানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত তিন ক্রিকেটারের নাম কবির, সিবগাতুল্লাহ আতাল ও হারুন খান। যা নিয়ে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান, মহম্মদ নবির মতো তারকা ক্রিকেটাররা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) দাবি, সীমান্তবর্তী জেলা আরগুনে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হারুন খান, কবির আগা ও সিবগাতুল্লাহ। তাঁরা সবাই শারানায় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফিরছিলেন। তিন ক্রিকেটার নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে এসিবি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রশিদ। রশিদ খান সমাজ মাধ্যমে লেখেন, ‘আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় অসামরিক মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন মহিলা, শিশু এবং তরুণ ক্রিকেটাররা—যাঁরা একদিন বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিলেন।’ এসিবির ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্তকেও স্বাগত জানানো হয় রশিদের পোস্টে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের পাশে আছি। জাতীয় মর্যাদার চেয়ে বড় কিছু হতে পারে না।’ আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি সমাজ মাধ্যমে লেথেন, ‘আরগুন জেলার বীর ক্রিকেটারদের খবর শুনে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে, যাঁরা প্রীতি ম্যাচের পর পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছেন। এই ঘটনা শুধু পাকতিকা প্রদেশের জন্যই নয়, বরং সমগ্র আফগান ক্রিকেট পরিবার ও দেশের জন্যও একটি গভীর শোকের বিষয়।’ এসিবি লিখেছে, ‘বিমান হামলায় তিনজন ক্রিকেটার নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁরা সবাই পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। ম্যাচ শেষে ফেরার পথে হামলার শিকার হন তাঁরা। তাঁদের মৃত্যুতে এসিবি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি। আগামী ১৭-২৯ নভেম্বরের মাঝে লাহোর ও রাওয়ালপিন্ডিতে এই ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল।