অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড, প্রথম টেস্টে সেঞ্চুরিতে অনন্য কৃতিত্ব যশস্বীর

বয়স মাত্র ২৩। এইবয়সেই স্পর্ধার চূড়ায়। এবার ইংল্যান্ডের মাটিতেই সেঞ্চুরি হাঁকিয়ে দাপট দেখালেন যশস্বী জয়সওয়াল। হেডিংলেতে ঝকঝকে সেঞ্চুরি। বিরাট নেই, রোহিত নেই। তরুণ যশস্বীই দলকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিলেন। ১৪৪ বলে সম্পূর্ণ করেন সেঞ্চুরি। ফিরলেন ১৫৮ বলে ১০১ রান করে। এরমধ্যে ১৬ চার ও ১ ছয়। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন। আর সিঙ্গল নিয়ে সেঞ্চুরি করতেই আকাশে লাফিয়ে উঠলেন। যখন তিনি ৯০ রানে, তখন ব্রাইডেন কার্সের বল সোজা এসে হাতে লাগে। কিন্তু তাতে দমে যাননি যশস্বী। মাঠে ফিজিও ঢুকে শুশ্রূষা করেন। তারপর দুটি বাউন্ডারি হাঁকান। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দিনে, তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি ভারতের তৃতীয় উইকেটের জন্য অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন ৬ জন ভারতীয়—বিজয় মঞ্জরেকর, আব্বাস আলি বেগ, সন্দীপ পাটিল, সৌরভ গঙ্গোপাধ্যায়, মুরলি বিজয় এবং যশস্বীজয়সওয়াল। তবে জয়সওয়াল একমাত্র ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড উভয় দেশেই প্রথম টেস্টে সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন।

প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে গত নভেম্বরে পারথ টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন জয়সওয়াল। ভারতীয়দের মধ্যে তিনি ছাড়া অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি আছে আর কেবল এমএল জয়সিমা ও সুনীল গাভাসকরের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির স্বাদ পাওয়া সব দেশ মিলিয়ে পঞ্চম ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। যশস্বী সেঞ্চুরির স্বাদ পান ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্টেও (১৭১), এমনকি সেটা ছিল তার অভিষেক টেস্ট। এই তিন দেশেই নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটারও তাই তিনিই। ২০ টেস্টের কেরিয়ারে যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি হল ৫টি, এর ৩টিই ইংল্যান্ডের বিপক্ষে। এই পর্যন্তও অবশ্য তাঁর কৃতিত্ব নয়। ঝুলিতে আরও যোগ হয়েছে রেকর্ড। হেডিংলিতে টেস্টে সেঞ্চুরি করা উপমহাদেশের প্রথম ওপেনার তিনি।
