‘আপনাদের বন্ধুত্ব আরও বাড়ল তবে’, জীতু-শ্রাবন্তীর ছবি ঘিরে ফের চর্চা শুরু
অভিনেতা জীতু কমলের অসুস্থতার কথা সবাই জেনে ফেলেছেন দু’দিনে৷ উদ্বিগ্ন অনুরাগীরা বার বার খোঁজ নেওয়ার চেষ্টা করছে কেমন আছে প্রিয় নায়ক। এর মাঝেই প্রকাশ্যে এসেছে অভিনেতার ছবি৷ পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যস এই ছবি ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু৷

‘বাবুসোনা’ ছবির শুটিংয়ের সময়ও এই এক আলোচনা শুরু হয়েছিল৷ আবারও সেই গুঞ্জন। দর্শকের একাংশের ধারণা সত্যিই তাঁদের মধ্যে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে! অনেকে মন্তব্যও করেছেন তেমনই৷ কেউ লিখেছেন “তা হলে কি বন্ধুত্ব বাড়ল আপনাদের?” আবার কারও মন্তব্য, “শুটিংয়ে কী এমন করলেন আপনারা?” যদিও কাউকেই কোনও জবাব দেননি নায়ক নায়িকা। হাসপাতাল থেকে জীতুর সঙ্গে একটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী নিজেই৷ লেখেন, “ফিরে আসছি তাড়াতাড়ি।” এই কয়েক বছরে তাঁদের বন্ধুত্ব যে আরও মজবুত সেই আভাসই দেয় এই ছবি৷

শ্রাবন্তী ছাড়াও নায়কের অসুস্থতায় চিন্তা প্রকাশ করেন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সমাজমাধ্যমে নায়িকা লেখেন, “প্রার্থনা করি আমার সহ-অভিনেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীও দুশ্চিন্তা প্রকাশ করেছেন জীতুর জন্য। তাঁকে দর্শক দেখছে কিঙ্কর চরিত্রে। জীতুর বন্ধু হিসাবেই দেখানো হচ্ছে তাঁকে। অভ্রজিৎ লেখেন, “তোর যা কাজের চাপ, তাতে একটু-আধটু শরীর খারাপ হতেই পারে। মহাদেব আছেন তো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফের ভাই ।” জীতুর কী হয়েছে? পরীক্ষার রিপোর্ট জানার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
জীতু নিজেই তার পর ফেসবুকে নিজের শারীরিক অবস্থার কথা জানান। প্রযোজকদের থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন জীতু। কারণ, তাঁর অসুস্থতার কারণে শুটিং বন্ধ৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার অপেক্ষায় অভিনেতা৷
