তারুণ্য ধরে রাখতে বোটক্স, ফিলারস্! শেফালির আকস্মিক মৃত্যুর পর গর্জে উঠলেন মল্লিকা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স ৫০ ছুঁইছুঁই হলেও এখনও একইরকম লাস্যময়ী মল্লিকা শেরাওয়াত। তাও আবার কোনওরকম অ্যান্টি-এজিং ওষুধ অথবা কৃত্রিম পদ্ধতির সাহায্য ছাড়াই। সদ্যই অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুর পর এই মুহূর্তে বহুল আলোচিত বিষয় এটাই। জানা যায়, বয়স ধরে রাখতে মুঠো মুঠো অ্যান্টি-এজিং ওষুধ, মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট নিতেন তিনি। সেই সব কারণেই কি অকালে চলে গেল এক তরতাজা প্রাণ?
নেটপাড়ায় আলোচনা কিছুটা এমনই। এর মাঝেই গর্জে উঠলেন মল্লিকা। তাঁর লক্ষ লক্ষ অনুরাগীদের সামনে চলে এলেন খুব সাধারণভাবেই। মুখে রূপটানের লেশমাত্র নেই। সদ্য ঘুম থেকে উঠলে যেমন লাগে দেখতে, ঠিক তেমনই। নেই কোনও ‘ফিল্টার’-এর পর্দা। নেই কোনও মুখের উপর কৃত্রিম কারসাজি।
যৌবন ধরে রাখতে আসলে বোটক্স পদ্ধতির বিরোধিতা করলেন মল্লিকা। অভিনেত্রী বলেন, “সকাল সকাল উঠে ভিডিয়ো করছি। কোনও রকম ফিলার ব্যবহার করিনি। না কোনও রূপটান রয়েছে। চুলটাও ঠিকমতো পরিপাটি নেই। সকালে উঠে এটাই প্রথম করলাম। আসলে এ ভাবে আসার একটাই কারণ। আমি বলতে চাই, দয়া করে বোটক্স করবেন না। বরং স্বাস্থ্যসম্মত জীবন যাপন করুন।’ স্বাস্থ্যকর খাবার, ঠিকমতো ঘুম এবং নিয়মিত শরীরচর্চা–মল্লিকার কথায়, এটাই যথেষ্ট!