একের পর এক ছবি থেকে বাদ দীপিকা, সন্দীপের ‘স্পিরিট’-এর পর এ বার অশ্বিনের ‘কল্কি ২’!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিগত কিছু সময় ধরেই বেশ আলোচনায় রয়েছেন দীপিকা পাডুকোন। কখনও সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে তাঁর ‘কাজিয়া’। আবার কখনও তাঁর প্রতিবাদী সত্তা। সম্প্রতি মা হয়েছেন। কন্যা দুয়াকে লালন-পালন করার পাশাপাশি একই সঙ্গে অভিনয়তেও ফিরতে চাইছেন তিনি। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, পেশাজীবন এবং ব্যক্তিজীবনে ভারসাম্য রাখতে আট ঘণ্টার থেকে বেশি কাজ করবেন না অভিনেত্রী। আর তাতেই সমস্যা।
শোনা যাচ্ছে, দীপিকার এমন সিদ্ধান্তের কারণেই বনিবনা হচ্ছে না পরিচালকদের সঙ্গে। সেই কারণেই নাকি সন্দীপের আগামী ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি। আর এ বার আলোচনায় উঠে এল আরও একজন প্রথম সারির পরিচালকের নাম। তিনি নাগ অশ্বিন। এর আগে ‘কল্কি’ ছবিতে কাজ করেছেন দীপিকা। কিন্তু গুঞ্জন বলছে, ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়তে চলেছেন নায়িকা।
যদিও এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে না এলেও পরিচালকের সঙ্গে জটিলতা যে তৈরি হয়েছে, তা সত্যি। পাশাপাশি এমনও খবর শোনা যাচ্ছে যে প্রভাসের কড়া সিডিউলের কারণেও পিছিয়ে যাচ্ছে ‘কল্কি ২’-এর শুটিং। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত তাঁর অন্যান্য ছবি যেমন, ‘রাজা সাহেব’, ‘ফৌজি’র শুটিং নিয়ে। যে কারণে ‘কল্কি ২’ ছবির জন্য কোনও এই মুহূর্তে সময় নেই তাঁর। সূত্রের এই খবর যদি সত্যি হয়, তা হলে প্রভাসের কারণেও জটিলতার সম্মুখীন হতে পারে প্রযোজনা সংস্থা।
