আবার ভয়াবহ বিমান দুর্ঘটনা! প্রয়াত অজিত পওয়ার! শোক রাজনৈতিক মহলে
দেশে আরও এক ভয়াবহ দুর্ঘটনা। চিরতরে হারিয়ে গেলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার। মহারাষ্ট্রে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার মুম্বই থেকে বারামতির উদ্দেশে রওনা দিয়েছিল অজিত পওয়ার সহ বাকিদের নিয়ে। সূত্রের খবর, চার্টার্ড বিমানটি যান্ত্রিক সমস্যার কারণে বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। আর ঠিক সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। মুহূর্তেই তা ধ্বংসাবশেষে পরিণত হয়। দুর্ঘটনাটির পরপরই এলাকাজুড়ে বড় আগুন ধরে যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সূত্র মারফত জানা গেছে, কেউই বিমানের মধ্যে আর বেঁচে নেই।
জানা গেছে, এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলট এবং অজিত পওয়ারের নিরাপত্তারক্ষীরাও মারা গিয়েছেন। আপাতত পওয়ারের সর্বশেষ পরিস্থিতি নির্দিষ্ট ভাবে জানা যায়নি। সরকারি ঘোষণাও হয়নি।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিমানটি মুম্বই থেকে পুনের বারামতির উদ্দেশে উড়ে যায়। এর ৪৫ মিনিট পর পৌনে ৯টার দিকে বিমানটি নামার চেষ্টা করলে ভেঙে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরই বিমানটি আগুন ধরে যায়। বিমানটি ভেঙে পড়ার পরই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, উদ্ধারকাজ ব্যহত হয়। বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। অজিত পওয়ারের প্রয়াণে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টে লেখেন, ‘অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং হতবাক! মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা আজ সকালে বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এবং আমি গভীর শূন্যতা অনুভব করছি। তাঁর পরিবারের প্রতি, তাঁর কাকা শরদ পাওয়ারজি সহ, এবং প্রয়াত অজিতজি-র সকল বন্ধুবান্ধব এবং অনুসারীদের প্রতি আমার সমবেদনা। এই ঘটনার যথাযথ তদন্ত প্রয়োজন।’
দলীয় সূত্রের খবর, বারামতিতে ব্যক্তিগত এবং প্রশাসনিক কাজ ছিল অজিত পওয়ারের। ছিল সভা। বারামতিতেই ৪টি জনসভা করার কথা ছিল তাঁর। এদিন বিকেলেই ফের ফিরতেন মুম্বই। সেই ফেরা আর হল না।
