‘পরেশ কেন এমন করল?’ চোখে জল নিয়ে পরিচালককে প্রশ্ন অক্ষয়ের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘হেরা ফেরি’-র অপরিহার্য চরিত্র ‘বাবুরাও’। কিন্তু ছবির সিক্যুয়েল থেকে হঠাৎ করেই সেই চরিত্রের নেপথ্যে থাকা পরেশ রাওয়ালের চলে যাওয়া অবাক করেছিল সকলকেই। কোনও মত বিরোধ নয়, ব্যক্তিগত কারণেই নাকি অভিনেতা সরে দাঁড়িয়েছেন ‘হেরা ফেরি ৩’ থেকে। তার জন্য অবশ্য পরেশের বিরুদ্ধে অক্ষয় কুমারের ২৫ কোটি টাকার মামলা দায়ের করার খবর প্রকাশ্যে এলেও ‘বাবুরাও’-এর চলে যাওয়া মেনে নিতে পারেননি তিনিও। বরং এই খবর প্রকাশ্যে আসার পর কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পরিচালক প্রিয়দর্শন।
দিন কয়েক আগেই পরেশ রাওয়াল জানিয়ে দিয়েছিলেন, তাঁকে দেখা যাবে না ‘হেরা ফেরি ৩’ ছবিতে। তিনি আরও জানিয়েছিলেন, এই প্রসঙ্গে তাঁর মত পরিবর্তন করারও নাকি চেষ্টা করেছিলেন প্রিয়দর্শন। একটি সাক্ষাৎকারে সেই অভিযোগই নস্যাৎ করলেন পরিচালক। অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি জানান, পরেশ আনুষ্ঠানিকভাবে তাঁর সিদ্ধান্ত ঘোষণা করার আগে ছবির সঙ্গে যুক্ত কারও সঙ্গেই আলাদাভাবে কথা বলেননি। বরং খবর প্রকাশ্যে আসার পর প্রিয়দর্শনকে কেবল একটি ফোন মারফত বার্তা পাঠিয়েছিলেন।
প্রিয়দর্শন বলেন, “আমি ওকে (পরেশ রাওয়াল) আটকানোর চেষ্টা করিনি। কারণ ও আমাদের কাউকে কোনওদিন বলেনি যে ছবিটা থেকে ও সরে দাঁড়াচ্ছে। খবর পাওয়ার পর আমি ওকে ফোন করেছিলাম। কিন্তু ও আমার ফোন না ধরে কেবল একটা বার্তা পাঠিয়ে লিখেছিল, ‘আমায় ফোন করো না। এটা আমার সিদ্ধান্ত। তোমার সঙ্গে আবার কাজ করব।”
এই প্রসঙ্গে বলতে গিয়েই পরিচালক অক্ষয়ের কথা তোলেন। তিনি বলেন, “আমাদের সবকিছু চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিল। ১০ দিন আগে আমাদের আইপিএল-এর টিজারের দৃশ্য শুটিং হয়ে গিয়েছিল। হঠাৎ করে পরেশের ছবি থেকে সরে দাঁড়ানোর খবরে কেঁদে ফেলেছিলেন অক্ষয়। আমাকে জিজ্ঞেস করেছি, ‘ও কেন আমাদের সঙ্গে এমনটা করল? এই আর্থিক ক্ষতিটা