পরেশকে ‘বোকা’র তকমা, আইনি লড়াইয়ের মাঝেও ‘বন্ধু’র হয়ে সাংবাদিককে একহাত অক্ষয়ের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পর্দায় ‘হেরা ফেরি’র ‘বাবুরাও’ এবং ‘রাজুর’ মধ্যে সর্বক্ষণ খিটিমিটি লেগে থাকলেও তাঁদের মধ্যে বন্ধুত্বও ছিল কিন্তু দেখার মতো। বাস্তবেও কিন্তু তার নিদর্শন রেখে গেলেন অক্ষয় কুমার।

এই মুহূর্তে ‘হেরা ফেরি ৩’ ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবি থেকে হঠাৎই সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। দীর্ঘ দিনের সহ-অভিনেতার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ছবির প্রযোজক অক্ষয় কুমার। পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করে বসেন তিনি। বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করলেও পরেশের ছবি থেকে সরে দাঁড়ানোয় কান্নায়ও নাকি ভেঙে পড়েছিলেন অভিনেতা। সবমিলিয়েই এই ছবিকে ঘিরে আলোচনা তারকা থেকে অনুরাগীমহল, সর্বত্র। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয়।

বহু বছরের সম্পর্ক তাঁদের। দীর্ঘ তিন দশক ধরে পরেশ এবং অক্ষয়, উভয়কেই পর্দায় দেখছেন অনুরাগীরা। এই খবর জানার পর পরেশ রাওয়ালকে ঘিরে বিরক্তি প্রকাশ করেছেন তাঁরাও। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতার বিরুদ্ধে প্রকাশ্যেই কটাক্ষ ছুড়ে বসেন এক সাংবাদিক। তাও আবার অক্ষয়ের সামনেই।

তিনি বলেন, “পরেশ খুবই বোকা।” দীর্ঘ দিনের সহ অভিনেতাকে ঘিরে এমন মন্তব্য একেবারেই পছন্দ হয়নি অক্ষয়ের। আইনি লড়াইয়ের পরেও ‘বন্ধু’ পরেশের হয়ে গলা ফাটাতে পিছপা হলেন না তিনি। সেই সাংবাদিককে পাল্টা জবাবে অক্ষয় বললেন, “আমার সহ অভিনেতাকে ঘিরে এমন মন্তব্য আমি মোটেও মেনে নেব না। এটা খুবই ভুল। ৩২ বছর ধরে আমি আর পরেশ, একসঙ্গে কাজ করছি। আমার খুব ভাল বন্ধু। ওঁ একজন প্রতিভাবান অভিনেতা। আমি ওঁকে খুব পছন্দ করি। আমাদের মধ্যে যা-ই হয়ে থাকুক না কেন, এই সময়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। এই বিষয়টা খুবই জটিল। আদালত এর দায়িত্বে রয়েছে। এই মঞ্চে দাঁড়িয়ে আমি কোনও কথা বলব না।”

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *