‘সন্ত্রাসবাদ মাথাব্যথার কারণ, ভারতের এই জবাব দরকার ছিল’, কলকাতায় এসে বললেন আলী আসগর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে আলোচনা সব মহলেই। সাধারণ মানুষ থেকে শুরু করে সিনে দুনিয়ার তারকা, সকলেই সাধুবাদ জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এমন পদক্ষেপকে। একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া থেকে শুরু করে দেশের স্বার্থে যে ভাবে লড়ে চলেছেন সেনা জওয়ানরা তাঁদের কলকাতায় এসে কুর্নিশ জানালেন জনপ্রিয় অভিনেতা তথা কৌতুকশিল্পী আলী আসগর।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে নিহত হন ২৬ জন নিরীহ হিন্দু পর্যটক। তারই পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। এই অভিযানের নাম, ‘অপারেশন সিঁদুর’। ভারতের এমন প্রত্যাঘাতের পর অভিনেতা জানান, ‘এই তো সবে শুরু’!
কলকাতায় আয়োজিত কমেডি নাইটে অংশ নিতে এসেছিলেন আলী আসগর। অনুষ্ঠানের ফাঁকে এই বিষয় কথা বলতে গিয়েই আবেগঘন হয়ে পড়েন অভিনেতা। তিনি বলেন, “জঙ্গিদের মোক্ষম জবাব দিয়েছে ভারত।” তিনি আরও বলেন, “এমনটা হওয়াই দরকার ছিল। অপারেশন সিঁদুর অভিযান হল জঙ্গিদের জন্য মোক্ষম জবাব। এই সন্ত্রাসবাদীরা শুধু আমাদের জন্য নয়, গোটা দেশের জন্যেই মাথাব্যথার কারণ। কোনও যোগ্যতাই নেই তাদের। অপেক্ষা করছিলাম কবে আমার দেশ ওদের জবাব দেবে। ভারতীয় আর্মি এবং জওয়ানদের আমি স্যালুট করি। তবে এটা সবে শুরু মাত্র! এখনও অনেক কিছুই দেখা বাকি।”