পুরনো প্রেম অমলিন… কিয়ারাকে উপহার আলিয়ার, স্বামীর ‘প্রাক্তন’কে কী লিখলেন সিদ্ধার্থ-ঘরনি?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সম্পর্ক ভাঙলেও পুরনো প্রেমকে কি ভোলা যায় সহজে? সিদ্ধার্থ মালহোত্রার দেওয়া ‘উপহার’, তাঁর পোষ্যকে আজও নিজের সন্তানের মতোই আগলে রাখেন অভিনেত্রী। প্রেম পর্ব চুকে গেলেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব যে অটুট, তার নিদর্শন আগেই দিয়েছেন আলিয়া। সিদ্ধার্থ এবং কিয়ারা আডবানির বৌভাতেও শাশুড়িকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এ বার আবারও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা। হবু সন্তানের জন্য আগেই উপহার পাঠালেন আলিয়া।
শিশু সন্তানদের পোশাক বিপননী সংস্থার মালকিন আলিয়া ভাট। সেই সূত্রেই হবু মা কিয়ারার জন্য আগাম উপহার পাঠালেন তিনি। শিশু সন্তানের জন্য পোশাক। সঙ্গে এল মিষ্টি বার্তাও। স্বামীর প্রাক্তনের কাছ থেকে উপহার পেয়ে বেজায় খুশি কিয়ারাও। আলিয়ার চিঠিতে লেখা, ‘প্রিয় কিয়ারা, নতুন এই জার্নিতে তোমাকে অসংখ্য শুভেচ্ছা আর আলিঙ্গন। বেশ কিছু আরামদায়ক উপহার একসঙ্গে পাঠালাম। নিজের যত্ন নিও। যতটা পারো বিশ্রাম নাও।’

খুশিতে ডগমগ অভিনেত্রীও। পালটা আলিয়ার পাঠানো উপহারের ছবি শেয়ার করে ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি। লিখলেন, ‘ধন্যবাদ মামা আলিয়া…’
