শিফনের শাড়ি, পরিমিত সাজ, ‘উমরাও জান’ স্ক্রিনিংয়ে ‘সিলসিলা’র রেখা হতে পারলেন কি আলিয়া?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: স্বচ্ছ শিফন শাড়ির সঙ্গে হল্টারনেক স্লিভলেস ব্লাউজ। খোলা চুল, চোখে পরিমিত কাজল। ঠোঁটে গোলাপি আভার লিপস্টিক। এক মুহূর্তের জন্য রেডকার্পেটে আলিয়া ভাটকে রেখা ভেবেই ভুল করে ফেলা যায় অনায়াসে।
অনুরাগীরা বলছেন, ‘উমরাও জান’ ছবির স্ক্রিনিংয়ে যেন ৪৪ বছর আগের ‘সিলসিলা’ ছবির রেখাকেই মনে করালেন আলিয়া। গত শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেখা এবং ফারুখ শেখ অভিনীত এই ছবি। নক্ষত্রখচিত প্রিমিয়ারেই উপস্থিত ছিলেন অভিনেত্রী। আর সেখানেই বর্ষীয়ান অভিনেত্রীর প্রতি যেন শ্রদ্ধা জ্ঞাপন করছেন আলিয়া। কিন্তু তারপরেও পুরোপুরি রেখা হয়ে উঠতে পারলেন কি তিনি? যদিও এই প্রসঙ্গে সমাজমাধ্যমে নানা মুনির নানা মত।
বলিউডের খ্যাতনামী পোশাকশিল্পী তরুণ তেহলানির জাদুতেই সেজে উঠেছিলেন আলিয়া। আর তাঁর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন রিয়া। তবুও রেখার মধ্যে সেই আবেদন যেন কিছুটা ফিকেই লেগেছে নেটিজেনদের একাংশের। যদিও তাতে অনুরাগীদের সিংহভাগই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর।
