শয্যাশায়ী ধর্মেন্দ্র, অসুস্থ নায়কের পাশে গোটা পরিবার, এর মাঝে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতার প্রথম স্ত্রী প্রকাশ

0

বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। বাড়িতেই চলছে চিকিৎসা। এর মধ্যেই হাসপাতালের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ধর্মেন্দ্র। চারিদিকে ঘিরে দাঁড়িয়ে প্রিয়জনেরা। যত দিন যাচ্ছে উৎকণ্ঠা গভীর হচ্ছে তাঁর অনুরাগীদের। ধর্মেন্দ্রর অসুস্থতার পরে বার বার হেমা মালিনীর অবস্থার কথা জানতে চেয়েছেন সবাই। ভুয়ো খবর ছড়াতে মন্তব্যও করেছেন হেমা। এই পরিস্থিতিতে কেমন আছেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর?


যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে ধর্মেন্দ্রর উপর লুটিয়ে পড়েছেন প্রকাশ। যদিও সেই ভিডিয়োর আদৌ কোনও সত্যতা আছে কিনা, তা যাচাই করা যায়নি। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্বামীর অসুস্থতা কোনও ভাবেই মানতে পারছেন না তিনি। পাশে নিস্তব্ধ হয়ে দাঁড়ি়য়ে রয়েছে দুই ছেলে ববি দেওল এবং সানি দেওল। প্রকাশ বার বার বলছিলেন, “কথা বলো! কী গো ওঠো না! তুমি আমার সঙ্গে কথা বলো! ঈশ্বর আমাকে নিয়ে নাও, ওঁকে সুস্থ করে দাও।” মায়ের এই অবস্থা সহ্য করতে পারছিলেন না ছেলে ববি। মাকে শান্ত করতে এগিয়ে আসেন তিনি।


উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ধর্মেন্দ্রের বাড়ির সামনে ভিড় করেন ছবিশিকারিরা। তখন ছবিশিকারিদের দেখে মেজাজ হারান সানি দেওল। শ্বাসকষ্ট নিয়ে এক সপ্তাহ আগে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। ছিল বয়সজনিত অন্যান্য অসুস্থতাও। সোমবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতির ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। সে সময়ে এমনও বলা হয়, ভেন্টিলেশনে রাখা হয়েছে ধর্মেন্দ্রকে। তড়িঘড়ি হাসপাতালে আসতে থাকেন বলিউডের তাবড় তারকারা। ওই দিনই গভীর রাতে তাঁর সঙ্গে দেখা করে যান সলমন খান, শাহরুখ খান প্রমুখ। যদিও তখনও হেমা মালিনীর তরফ থেকে জানানো হয়, ধর্মেন্দ্র স্থিতিশীল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *