ক্ষমা চাইলেন উদ্যোক্তারা! মিমির বনগাঁ বিতর্কে ঘুরল মোড়?
এ বার বিতর্কে মিমি চক্রবর্তী। বনগাঁয়ে অনুষ্ঠান করতে গিয়ে যত সমস্যার সূত্রপাত। নায়িকা ইতিমধ্যেই নিজের বক্তব্য স্পষ্ট করেছেন। কিন্তু উদ্যোক্তাদের কী বক্তব্য? আয়োজক তনয় শাস্ত্রী জানালেন, রাত সাড়ে ১০টায় মঞ্চে ওঠার সময় ছিল, কিন্তু সেই অনুষ্ঠানে নায়িকা এসেই পৌঁছন রাত পৌনে ১২টায়। তনয়ের কথায়, “রাত ১২টা পর্যন্ত পুলিশের পারমিশন করানো ছিল। তাই ১২টা বাজতেই অনুষ্ঠান শেষ করার কথা বলি, এ ছাড়াও নায়িকার সঙ্গে যাঁরা এসেছিলেন তাঁরাও খুব খারাপ ব্যবহার করছিলেন।”

সোমবার রাত অবধি এই নিয়েই আলোচনা চলে৷ তবে মঙ্গলবার সকালে এ যেন উলটপূরাণ। নায়িকা নিজেই ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। ওই ঘটনার প্রেক্ষিতে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন উদ্যোক্তারা৷ শুধু তাই নয় সেখানে উপস্থিত থাকা ভক্তরাও নায়িকারই পাশে দাঁড়িয়েছে। সেই স্ক্রিনশটই ভাগ করে নেন মিমি।

সোমবার নায়িকা বলেছিলেম, “এই ধরনের ব্যবহার এই প্রথম পেলাম। মঞ্চে যে সমস্ত শিল্পী অনুষ্ঠান করতে যান, তাঁদের আজকাল যেন লোকে তাঁদের ‘সম্পত্তি’ ভাবা শুরু করেছেন! তনয় শাস্ত্রী নামের জনৈক ব্যক্তি আচমকা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। আমাকে বলেন, ‘আপনি চলে যান’! আমি এতটাই হকচকিয়ে গিয়েছিলাম, যে প্রথমে বুঝতেই পারিনি, আমাকে বলা হচ্ছে।”
এই সময়টা টলিপাড়ার অনেক অভিনেতা অভিনেত্রীই শহরতলি, গ্রামাঞ্চলে অনুষ্ঠান করতে যান। তেমনই সেই দিন বনগাঁয় গিয়েছিলেন মিমি।

উদ্যোক্তা নয়াগোপালগঞ্জ যুবক সঙ্ঘ ক্লাব। রাত পৌনে বারোটায় স্টেজে উঠেছিলেন অভিনেত্রী। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি স্টেজে উঠে পড়েন। মিমির গানের মাঝে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মিমিকে তিনি মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তাতে অপমানিত বোধ করেন মিমি।
