লকডাউনে হঠাৎ ফোন অমিতাভের! চিঠি পড়েই কেন জ্ঞান হারানোর উপক্রম হয় রাধিকার?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
ঝুলিতে এখনও পর্যন্ত কোনও হিট ছবি না থাকলেও বলিউডে ‘ভাল অভিনেত্রী’র তকমা জুটিয়েই ফেলেছেন রাধিকা মদন। প্রায় এক দশক আগে টেলিভিশনের হাত ধরে আত্মপ্রকাশ। তারপর একের পর এক বড় ব্যানারে ছবি করেছেন তিনি। এক বার লকডাউনে অভিনেত্রীকে হঠাৎ ফোন করেন অমিতাভ বচ্চন। সেই সময় কোনও ব্যক্তিগত আলাপও ছিল না নিজেদের মধ্যে। রাধিকা জানান, তাঁকে চিঠিও পাঠিয়েছিলেন বিগ-বি। কিন্তু কেন?
২০১৪ সালে একতা কাপুরের রোম্যান্টিক ড্রামা ‘মেরি আশিকি তুম সে হি’-তে প্রথম ব্রেক পান রাধিকা। তারপর প্রায় চার বছর পর অর্থাৎ ২০১৮ সালে বলিউডে হাতেখড়ি তাঁর। বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘পটাখা’ ছবিতে সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সময় এই ছবি খুব একটা হিতের খাতায় নাম না লেখালেও রাধিকার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছিল। তারপর ২০২০ সালে মুক্তি পায় ‘আংরেজি মিডিয়াম’। ইরফান খানের বিপরীতে রাধিকার অভিনয় যেন অনবদ্য।
এই ছবি মন ছুঁয়ে গিয়েছিল অমিতাভ বচ্চনেরও। সাধারণত নতুন অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় ভাল লাগলে তাঁদের হাতে লেখা চিঠি ও ফুল পাঠান তিনি। রাধিকার ক্ষেত্রেও বিষয়টা একই ঘটেছিল। সম্প্রতি তাঁর বাড়িতে আসেন নৃত্য নির্দেশক ফারহা খান। তাঁর সঙ্গে কথা বলতে গিয়েই অভিনেত্রী জানান, লকডাউনের মাঝে বিগ-বির চিঠি পেয়ে কী প্রতিক্রিয়া দেবেন বুঝতে পারেননি তিনি। ফারহাকে রাধিকা বলেন, “মনে হচ্ছিল আমি জ্ঞান হারিয়ে ফেলব।”