কর্মক্ষমতা হারিয়েছে লিভার, ৭৫ শতাংশ নষ্ট! কী ভাবে নিজেকে সুস্থ রাখেন অমিতাভ?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স পেরিয়েছে আশি। লিভারের ৭৫ শতাংশই নষ্ট। যদিও বয়সের ভাড়কে সরিয়ে রেখে এখনও দাপিয়ে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন। অভিনয় করছেন, দায়িত্ব সামলাচ্ছেন সঞ্চালনারও। কী ভাবে নিজেকে সুস্থ রাখেন বর্ষীয়ান অভিনেতা?
আশির দশকের শুরুর দিকে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অমিতাভ। ‘হেপাটাইটিস বি’ রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাতেই নষ্ট হয়ে লিভারের একটা বড় অংশ। বিষয়টা খোলসা করেই বলা যাক। ১৯৮২ সালে এই ছবির শুটিংয়ের সময়ে দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। তার জন্য সেই সময় তাঁকে ২০০ জন ৬০ বোতল রক্ত দিয়েছিলেন। অভিনেতা নিজেই জানান, ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস। সেখান থেকেই তাঁর শরীরে সংক্রমিত হয় এই রোগ। এর পর ধীরে ধীরে কর্মক্ষমতা হারাতে থাকে লিভার।
তার উপর আবার যক্ষ্মায় আক্রান্ত হন তিনি। দিনে ৮-১০ টা করে ওষুধ খেয়ে সঞ্চালনার কাজ চালিয়ে গিয়েছেন। ফলে গত কয়েক বছরে অনেকটাই অকেজো হয়ে এসেছে তাঁর লিভার। এই জন্য সুস্থ থাকতে আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। মাছ-মাংসও খান না। খাবার বলতে কেবল ডাল, সব্জি, রুটি খান।