আশির কোঠায় অমিতাভ, এই বয়সে এসেও নতুন কী শিখছেন বিগ-বি?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়ো। তিনি এলেন। কথা বললেন এবং চলে গেলেন। বললেন, “একদিন ঠিক শিখে যাব।”
বয়স আশির কোঠায়, এখনও দাপিয়ে করে যাচ্ছেন অমিতাভ বচ্চন। প্রজন্মের পর প্রজন্ম কেটে গেলেও তরুণ প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন তিনি। সমাজমাধ্যমেও বেশ সক্রিয়। বিগ-বির ব্লগগুলি এই প্রজন্মেও সমানভাবে জনপ্রিয়। এই বয়সে এসেও শেখার আগ্রহও একফোঁটাও কমেনি তাঁর। এ বার নতুন কিছু শেখার কথা জানালেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রাম ব্যবহার করা শিখছেন অমিতাভ বচ্চন। যদিও বহুদিন ধরেই তাঁর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, কিন্তু খুব বেশি সক্রিয় ছিলেন না তিনি। সাধারণত টুইটার অথবা ব্লগেই নিয়মিত পোস্ট করতেন অভিনেতা। এ বার ইনস্টাগ্রামেও সক্রিয় হতে চলেছেন তিনি।
বুধবার মধ্যরাতে একটি ভিডিয়ো পোস্ট করেন ওই প্ল্যাটফর্মে। মাত্র কয়েক সেকেন্ডের ক্লিপ। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, “আমি ইনস্টাগ্রাম ব্যবহার করা শিখছি। আশা করি, একদিন ঠিক শিখে যাব।” ভিডিওর সঙ্গে কোনও ক্যাপশন দেননি তিনি। তবে ‘জেন-জি’রা যেন অত্যন্ত সম্মানের সঙ্গেই স্বাগত জানিয়েছেন বিগ-বিকে। কেউ কেউ মজা করে লিখেছেন, ‘ইনস্টায় আপনাকে স্বাগত জানাই!’
মধ্যরাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিবারই নিয়ম করে কিছু না কিছু লিখে থাকেন অমিতাভ। কখনও কোনও মজার ঘটনা ভাগ করে নেন, আবার কখনও তুলে ধরেন ব্যক্তিগত ভাবনা। এ দিনও তাই করলেন। তবে কোনও টুইটার বা ব্লগের পাতায় নয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই।অনুরাগীদের মতে, এ বার বুঝি বিগ-বির হাতেখড়ি হল ইনস্টাগ্রামে!