বাবার সঙ্গে তুলনা করে ছেলেকে কটাক্ষ! সর্বসমক্ষেই ছেলের ‘প্রশংসা’য় পঞ্চমুখ অমিতাভ

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বরাবরই অভিষেক বচ্চনকে নিয়ে খাপ পঞ্চায়েত বসেছে মধ্যে। অভিনয় জীবন শুরু করার পর থেকে বহুবারই বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর তুলনা টেনে কম কটাক্ষে বিদ্ধ করেননি নেটিজেনরা। বাবার মতো নাকি অভিনয় দক্ষতা নেই তাঁর, এমন মন্তবই উঠে এসেছে বারবার। যদিও সমালোচনায় বিশেষ কান না দিয়ে নিজের মতো কাজ করে গিয়েছেন অভিষেক। এ বার ছেলের হয়েই মুখ খুললেন বাবা অমিতাভ।

নিজের ব্লগে পুত্রের ভূয়সী প্রশংসা করলেন বিগ-বি। অভিতাভের কথায়, ‘আমার পুত্র হলেই আমার উত্তরাধিকার হওয়া যাবে না। যে আমার উত্তরাধিকার হয়ে উঠতে পারবে, সে-ই আমার পুত্র হবে।’ তিনি আরও লেখেন, ‘ও যে চরিত্রগুলি বেছে নেয়, সেগুলিতে অভিনয় করতে আত্মনিবেদনের প্রয়োজন। তাতেই বোঝা যায় অভিষেক সবসময় নতুন কিছু করার লক্ষ্যে ছুটে যায়।’

তারপরেও যদিও থামেনি বিতর্কের বন্যা। এ বার সবার মুখে একেবারে কুলুপ এঁটেই অমিতাভ লেখেন, ‘হ্যাঁ, আমি অভিষেকের প্রশংসা করি।’

অভিনেতার কথার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। একজন মন্তব্য করেন, ‘আপনি যে আপনার ছেলের কাজ নিয়ে প্রশংসা করেন, সেটা হয় তো অনেকেই পছন্দ করেন না। করতে দিন। কখনই কেউ আটকাতে পারবে না আপনাকে।’ আবার কেউ কেউ লেখেন, ‘অভিষেক বচ্চন একজন অত্যন্ত গুণী অভিনেতা। স্বজনপোষণকে কেন্দ্র করে সমালোচকরা কথা বললেও তিনি প্রমাণ করেছেন নিজেকে তাঁর কাজ দিয়ে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *