নিখোঁজ হয়েছিল অঙ্কিতার গৃহসহায়িকার কন্যা, এফআইআর-এর পর মিলল সুরাহা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বড়সড় ঝড় বয়ে গিয়েছিল অঙ্কিতা লোখান্ডের উপর দিয়ে। সমস্যায় পড়ে পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি। কী সেই ঘটনা, নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। বাড়ির গৃহসহায়িকার কন্যার হঠাৎ খোঁজ পাওয়া যাচ্ছিল না। সে একাই নয়। তার সঙ্গে নিখোঁজ হয়েছিল আরও এক কিশোরী। থানায় এফআইআর দায়ের করেছিলেন অঙ্কিতা। অবশেষে মিলল সুখবর।

অভিনেত্রীর বাড়ির গৃহসহায়িকা কান্তার কন্যা সালোনি এবং ওর বন্ধু নেহা। দু’জনের ছবি ভাগ করে নিয়ে অঙ্কিতা লিখেছিলেন, গত ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ দু’জনে। মাল্ভানি পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছিলেন তিনি। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর মিলল সুরাহা। তারা জানিয়েছেন, দুই কন্যার খোঁজ মিলেছে।

অবশেষে চিন্তামুক্তি। সমাজমাধ্যমে এই খবর ভাগ করে নিয়েছেন অঙ্কিতা। তিনি লিখেছেন, ‘অত্যন্ত স্বস্তি ও আনন্দের সঙ্গে জানাচ্ছি, সালোনি এবং নেহাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুত পদক্ষেপ করার জন্য মুম্বই পুলিশ অন্তর থেকে ধন্যবাদ। আপনারাই সত্যিকারের রক্ষাকর্তা। এছাড়া, প্রতিটি মুম্বইবাসীকে অসংখ্য ধন্যবাদ, যাঁরা খোঁজখবর ছড়িয়ে দিয়েছেন, সমর্থন করেছেন এবং প্রার্থনা করেছেন। আপনাদের সহযোগিতা ও সহমর্মিতা আমাদের জন্য সবকিছু বদলে দিয়েছে। আমরা চিরকৃতজ্ঞ।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *