৪৫টা সেলাই! হাসপাতালের বিছানায় শুয়ে ভিকি, পরিস্থিতি কী ভাবে সামলাচ্ছেন অঙ্কিতা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সবই তো ঠিকই ছিল। কিছু দিন আগেই একসঙ্গে মেতে উঠেছিলেন গণেশচতুর্থীতে। ঘটা করে ঘরে গণপতিকে বরণ করেছিলেন অঙ্কিতা লোখান্ডে ও তাঁর স্বামী ভিকি জৈন। এর কিছু দিন কাটতে না কাটতেই অঘটন।
ভয়াবহ দুর্ঘটনার কবলে ভিকি। ৪৫টা সেলাই পড়েছে। ঘটনাটি ঘটেছে তিন দিন আগে। এই মুহুর্তে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। পরিস্থিতি কী ভাবে সামলাচ্ছেন অঙ্কিতা?
হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ভিকি। পাশে ছায়াসঙ্গী অঙ্কিতা। চোখে মুখে বিষণ্ণতার ছাপ। এই গুরুতর দুর্ঘটনাটি ঘটেছে বাড়িতেই। অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক সন্দীপ সিং জানিয়েছেন এই পুরো ঘটনাটির কথা। সন্দীপ জানান, ভাঙা গ্লাসের কাচের টুকরো ভিকির হাতে ঢুকে যেতেই এমন রক্তারক্তি কাণ্ড। কান্নায় ভেঙে পড়েও এমন অবস্থায় স্বামীর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী। সন্দীপের কথায়, “গত ৭২ ঘণ্টা ধরে ভিকির সঙ্গে যে ভাবে ও আছে তা অভাবনীয়।”
শেষবার ভিকি ও অঙ্কিতাকে একসঙ্গে দেখা গিয়েছি ‘লাফটার শেফ ২’ অনুষ্ঠানে। এর মধ্যেই এমন খবর প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।