চাপে পড়ে দ্রুত ক্ষমা চাইলেন অনুব্রত, শনিবার থানায় হাজিরার নির্দেশ

অডিও ক্লিপ ঘিরে বিতর্কে বিপাকে অনুব্রত মণ্ডল! তিনি পুলিশ আধিকারিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ৷ যদিও ভাইরাল হওয়া সেই অডিওর সত্যতা যাচাই করেনি ‘আডিশন’। যার জেরে তৃণমূলের নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশের ঘণ্টাখানেকের মধ্যেই ভুল স্বীকার করে চিঠি লেখেন অনুব্রত। তৃণমূলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে তাঁকে। নাহলে দল শোকজ করবে। অন্যদিকে, শুক্রবার পুলিশ সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তাঁকে নোটিস পাঠিয়ে শনিবার থানায় তলব করা হয়েছে। এরপরই ভোল পাল্টে ফেলেন তৃণমূল নেতা অনুব্রত। অনুব্রতর বক্তব্য, সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে আমি একবার কেন, ১০০ বার ক্ষমা চাইতে পারি। ক্ষমা চেয়ে দলকে চিঠিতে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ পুলিশকর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ। তাদের অপমান করার কথা ভাবতে পারিনা। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে আমি একবার কেন, ১০০ বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খায় এবং দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত। কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটি মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কিকরে আমার আর আমাদের বোলপুরের আইসিকে গালমন্দর ফুটেজ পেল? কে দিল? কোন চক্রান্ত নেই তো?’ চিঠির শেষাংশে তাঁর বক্তব্য, ‘তবুও আমি বলছি কোনও পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’ বীরভূমের পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, ‘আমাদের আইসি লিটন হালদার অভিযোগ করেছেন- দু’দিন আগে স্থানীয় এক নেতা ফোনে তাঁকে মৌখিকভাবে হেনস্তা করেছেন৷ এই বিষয়ে আমরা নির্দিষ্ট ধারায় এফআইআর করেছি৷ এই ঘটনায় যতটা কঠিন পদক্ষেপ করা দরকার, আমরা করব৷ আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার নেব’৷ ওই ভাইরাল অডিওর ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ৷ শনিবার অনুব্রতকে বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে গত বছরের ২৬ সেপ্টেম্বর বোলপুরে ফিরেছেন অনুব্রত ৷ এর আট মাসের মাথায় ফের বিতর্কে জড়িয়ে বিপাকে পড়লেন তৃণমূলের দাপুটে নেতা।