আমি মনে রাখব সেই চোখের জল… বিরাট কোহলির অবসর নিয়ে আবেগঘন পোস্ট অনুষ্কার

0

স্পোর্টস ডেস্ক: সোমবার বিশ্বক্রিকেটকে খানিকটা হতবাক করে দিয়েই, টেস্ট থেকে অবসর ঘোষণা করে সমাজ মাধ্যমে পোস্ট করেন বিরাট কোহলি। তার কিছুক্ষণের মধ্যেই অনুষ্কা শর্মার সঙ্গে তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। কোথায় যাচ্ছেন জানা যায়নি। তবে ততক্ষণে গোটা বিশ্ব জেনে গিয়েছে, বিরাট সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ইনস্টাগ্রামে দীর্ঘ একটি আবেগঘন পোস্ট তা নিয়ে বিরাটের।বিরাট কোহলিকে নিয়ে চার দেয়ালের অনেক অজানা গল্প শুধু এই বলিউড অভিনেত্রী জানেন। এমনকি ভারতীয় এই উজ্জ্বল ক্রিকেটারের চোখের জলের খবরও তাঁর কাছেই থাকে।

বিদায়বার্তার জবাবে স্বামী বিরাট কোহলির উদ্দেশে একটি হৃদয়ছোঁয়া পোস্ট করেন অনুষ্কা শর্মাও। সমাজ মাধ্যমে বলিউড অভিনেত্রী লেখেন, ‘ওরা রেকর্ড ও মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের জল, যা তুমি কারও সামনে ফেলোনি। সেই সব লড়াই, যা কেউ দেখেনি। মনে রাখব এই ফরম্যাটকে কতটা ভালবাসা তুমি দিয়েছ। আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ করতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজ়ের পরে তুমি ফিরে এসেছ আরও পরিণত, আরও নম্র হয়ে। এই সময়ে তোমার পরিবর্তনের সাক্ষী থেকেছি’। মাত্র ৩৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর অনুষ্কার সোশ্যাল মিডিয়ায় এই আবেগঘন পোস্ট দেখে সকলেই অভিভূত।

এদিন বিরাটের সঙ্গে অনুষ্কা নিজে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। কোন এক টেস্ট ম্যাচের সময় ছবিটি তোলা। টেস্ট ম্যাচের সাদা পোশাক অভিনেত্রীয় একই রংয়ের পোশাক পরেছেন। অনুষ্কা আরও লেখেন, ‘আমার মন সবসময়ই ভেবেছে তুমি হয়তো একদিন সাদা জার্সি পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবে। কিন্তু তুমি তো চিরকাল নিজের মনকে অনুসরণ করেছো। তাই শুধু এটুকুই বলব- এই বিদায়, এ ধরনের বিদায়-অভিবাদন তোমার একশো ভাগ প্রাপ্য ছিল।’ খারাপ সময় হোক বা ভাল সময়, বিরাট কোহলির সবসময় পাশে থেকেছেন স্ত্রী অনুষ্কা। ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনেরও মাত্র ৭৭০ রান দূরে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিরাট। অনুরোধ রাখলেন না বোর্ডের। এই পরিস্থিতিতেও স্বামীর পাশেই থাকলেন আদর্শ স্ত্রী হিসেবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *