কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট, ফলে গ্রুপপর্বেই হবে ডার্বি
স্পোর্টস ডেস্ক: কলকাতা লিগে একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল। ফলে, শুরুতেই ডার্বির স্বাদ পাবেন ফুটবলপ্রেমীরা।গতবছর কলকাতা লিগে সুপার সিক্সে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। ২৫ জুন থেকেই শুরু হয়ে যাবে প্রিমিয়ার ডিভিশনের খেলা। বুধবার কলকাতা রোয়িং ক্লাবে হয়ে গেল কলকাতা লিগের গ্রুপ বিন্যাস। মোট ২৬টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়। প্রত্যেক গ্রুপে থাকছে ১৩টি দল। তবে একেবারে শুরুতে নয়, মোহন-ইস্ট মুখোমুখি হবে সপ্তম রাউন্ডে গিয়ে। ফলে, তার আগেই ডুরান্ড কাপে ডার্বির স্বাদ পেয়ে যেতে পারে কলকাতার দুই প্রধানের সমর্থকরা। গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল।
গ্রুপ বিতে ডায়মন্ড হারবার এবং মহমেডান স্পোর্টিং। প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশন লিগ খেলতে আসছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল সাধারণত ইউথ টিম খেলায় কলকাতা লিগে। তবে তরুণ ফুটবলারদের কাছে এটা বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। এদিন মেহতাব হোসেন, রহিম নবি, ভাস্কর গাঙ্গুলি, অতনু ভট্টাচার্য, অমিত ভদ্র, অলোক মুখার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, জামশেদ নাসিরি, শিশির ঘোষ, প্রশান্ত ব্যানার্জি, মানস ভট্টাচার্য, সঞ্জয় সেন, দীপেন্দু বিশ্বাস, অ্যালভিটো ডি কুনহা, সহ একাধিক প্রাক্তন ফুটবলারকে নিয়ে লটারির মাধ্যমে গ্রুপ করা হয়। হাজির ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত সহ আইএফএ-র অন্যান্য কর্তারা। প্রাক্তন ভারতীয় গোলরক্ষক সুব্রত পাল ভারতীয় ফুটবল দলের ডিরেক্টর হওয়ার জন্য তাঁকে সংবর্ধনা দেয় আইএফএ।

গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেসার্স ক্লাব, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্রাফ ক্লাব, ক্যালকাটা কাস্টমস, কালীঘাট এমএস, মামনি গ্রুপ পাঠচক্র, আর্মি রেড এবং পুলিশ এসি।
গ্রুপ বিতে আছে ডায়মন্ড হারবার, মহমেডান স্পোর্টিং, শ্রীভূমি এফসি, কলকাতা পুলিশ ক্লাব, উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভবানীপুর ক্লাব, আসস রেনবো, এরিয়ান ক্লাব, খিদিরপুর এফসি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সাদার্ন সমিতি এবং পিয়ারলেস এসি।