গুয়াহাটিতে পথ দুর্ঘটনার কবলে সস্ত্রীক আশিস বিদ্যার্থী, অনুরাগীদের জন্য দ্রুত বার্তা দিলেন অভিনেতা
বছর শুরুতেই দুর্ঘটনার শিকার সস্ত্রীক আশিস বিদ্যার্থী। পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে গুয়াহাটির গীতানগর থানার এলাকায় জু রো়ডের ধারে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। অভিনেতা এবং তাঁর স্ত্রী রূপালি এক রেস্তোরাঁয় ডিনার করতে যান। এরপর রাস্তা পার হওয়ার সময় আচমকা দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা মারে। রাস্তাতেই পড়ে যান তাঁরা। আহত হন বাইক চালকও। খবর পেয়েই ঘটনাস্থলে যায় গীতানগর থানার পুলিশ। অভিনেতা এবং তার স্ত্রীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত চিকিৎসা শুরু হয় আহত দম্পতির।বাইক চালককে গুয়াহাটি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
ঘটনার খবর প্রকাশ হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন আশিস বিদ্যার্থীর অনুরাগীরা। এরপরই শনিবার অভিনেতা সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় কাউকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেছেন। ভিডিয়ো বার্তায় আশিস বিদ্যার্থী বলেন, ‘আমি এবং রুপালি দুজনেই ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় আছেন তাই আপনাদের জানানো খুব প্রয়োজন যে আমরা দুজনেই ভালো আছি। তবে রুপালি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আহত বাইক চালকেরও খোঁজ নিয়েছি আমরা। উনিও আগের থেকে ভালো আছেন। জ্ঞান ফিরেছে’।অহেতুক আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানিয়ে আশিস বলেন, ‘বিষয়টা নিয়ে অতিরঞ্জিত কিছু করার প্রয়োজন নেই। হাসপাতালের জরুরি বিভাগের কর্মীরা আমাদের খুব যত্ন নিচ্ছেন। আপনাদের ভালবাসা ও শুভেচ্ছা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের পরিবার ও কাছের মানুষজন পাশে আছেন’।
উল্লেখ্য, বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী টলিউড থেকে বলিউডে একজন সুপরিচিত মুখ। পেয়েছেন জাতীয় পুরস্কারও।আশিস বিদ্যার্থীকে শেষবার করণ জোহরের রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ দেখা গিয়েছিল।সমাজ মাধ্যমেও বেশ জনপ্রিয় এই অভিনেতা।
