দুর্ঘটনা নয়, খুনই হয়েছেন জুবিন গর্গ! বিধানসভা অধিবেশনে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

0

দুর্ঘটনা নয়, খুনই হয়েছেন অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। বিখ্যাত গায়কের মৃত্যু নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। সন্দেহ দানা বাঁধছিল।অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই  উঠে আসে জুবিনের মৃত্যু প্রসঙ্গ। তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। এরপরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দেন, ‘এটা কোনও দুর্ঘটনা নয়, এটা একটা হত্যাকাণ্ড।’ তাঁর বক্তব্য, ‘প্রাথমিক তদন্তের পর অসম পুলিশ নিশ্চিত যে এটা কোনও দুর্ঘটনা নয়, এটা একটা খুন।’ তিনি জানান, প্রাথমিক তদন্ত এবং বিশেষ তদন্তকারী দল (সিট)- দু’টি তদন্তেই পরিষ্কার উঠে এসেছে যে জুবিন গর্গকে হত্যা করা হয়েছে। হিমন্ত বলেন, ‘পুলিশ তিন দিনের মধ্যে নিশ্চিত করেছে যে, এটা খুনের ঘটনা। অসম পুলিশ প্রাথমিক তদন্তেই নিশ্চিত হয়ে গিয়েছিল’ । তিনি এও জানান, ডিসেম্বরের শুরুতেই চার্জশিট জমা দেবেন তদন্তকারীরা। বিধানসভায় তাঁর সম্পূর্ণ বিবৃতিটি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সমাজ মাধ্যমে শেয়ারও করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ৫২ বছর বয়সী জুবিন গর্গের মৃত্যু হয়েছিল। সেই সময়ে এটাকে একটা মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছিল।পরে অবশ্য একের পর এক তথ্য সামনে উঠে আসে।জুবিনের মৃত্যু প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘একজন খুন করে জুবিনকে।বাকিরা তাকে সাহায্য করে।খুনের মামলায় চার-পাঁচজনকে ধরা হয়েছে।’
জুবিনের মৃত্যুতে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর সিটের আধিকারিকরা প্রথমে গ্রেপ্তার করেন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। ১ অক্টোবর গ্রেপ্তার করা হয় গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভালের আয়োজক শ্যামকানু মহন্তকে। ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্তকে। এছাড়াও জুবিনের মৃত্যুতে গ্রেপ্তার হয়েছেন তাঁর তুতো ভাই সন্দীপন গর্গ। কমিশনের মূলত ২১ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রমাণ সংগ্রহ এবং সাক্ষ্য রেকর্ড করার সময়সীমা এখন ১২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।আগামী 8 ডিসেম্বর চার্জশিট পেশ করার কথা পুলিশের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *