‘কোল্ড-প্লের’ কনসার্টে পরকীয়া ফাঁস স্বামীর! কী পদক্ষেপ করলেন কোটিপতি সিইওর স্ত্রী?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মুগ্ধ হয়ে গান উপভোগ করছিলেন যুগলে। কে জানত জনপ্রিয় কোল্ড-প্লের এই কনসার্টই হয়ে উঠবে কাল! স্পটলাইটের আলো তাঁদের উপর পড়তেই সবকিছুর পর্দা ফাঁস! এই দু’জন ছিলেন ‘অ্যাস্ট্রোনমার’ কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন এবং তাঁরই কোম্পানির এইচআর পদে নিযুক্ত ক্রিস্টিন কাবোট। দু’জনেই ব্যক্তিগত জীবনে বিবাহিত। অথচ ওই কনসার্টে বেশ অন্তরঙ্গ অবস্থাতেই ধরা পড়েন তাঁরা। তারপর থেকেই উত্তাল সমাজমাধ্যম।

একে অপরের খুব কাছাকাছি এসেই গান শুনছিলেন এই বিতর্কিত যুগল। হঠাৎ করেই তাঁদের উপর এসে পড়ে স্পটলাইট। ক্যামেরাবন্দি হয় তাঁদের মুহূর্ত। কয়েক সেকেন্ডের মধ্যে বিষয়টি বুঝতে পেরেই মুখ লোকাতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। বাইরন নীচে বসে পড়েন এবং হাত দিয়ে ঢেকে পাশ ফিরে যান ক্রিস্টিন। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘কোল্ড প্লে’র গায়ক ক্রিস মার্টিন বলেন, “হয় ওই দু’জন খুব লাজুক, আর নয়তো কোনও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।” সঙ্গীত শিল্পী নিজেও কি আঁচ করতে পেরেছিলেন, তাঁর কনসার্টকে ঘিরে রীতিমতো ঝড় উঠবে নেটমাধ্যমে।

স্বামীর পরকীয়ার খবর স্বাভাবিকভাবেই কান এড়িয়ে যায়নি স্ত্রী মেগানের। ঘটনাটি জানাজানি হতেই নিজের নামের পাশ থেকে ‘বাইরন’ পদবি সরিয়ে দেন তিনি। এমনকি পরে নিজের সমাজমাধ্যমের প্রোফাইলটিও মুছে দেন সম্পূর্ণভাবে। বাইরনের সঙ্গে দুই সন্তানের মা তিনি। স্বামীর কুকীর্তি পর নেটিজেনদের আলোচনায় উঠে এসেছেন তিনিও। যদিও এখনও পর্যন্ত তিনি অথবা তাঁর স্বামী বাইরন কোনও আনুষ্ঠানিক বিবৃতি পেশ করেননি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *